হোম > অপরাধ > ঢাকা

আমলা হওয়া যে এত অপরাধ, জানতাম না: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

জোরপূর্বক গুম ও নিখোঁজদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তা সরকারের খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের বিদায়ী চেয়ারম্যান নাছিমা বেগম। কমিশনের তিন বছর মেয়াদ পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নাছিমা বলেন, কমিশনকে আরও শক্তিশালী করা হোক। কমিশন যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নিজে স্বপ্রণোদিত হয়ে তদন্ত করতে পারে, সে ক্ষেত্রে মানবাধিকার পরিস্থিতির আরও উন্নতি হবে। এর জন্য পৃথক কোনো কমিশন গঠনের প্রয়োজন নেই।

গুমের অভিযোগ ও দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের উদ্বেগ জানানো নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

কমিশনের বিদায়ী চেয়ারম্যান বলেন, ‘আমলা হওয়া যে এত অপরাধ জানতাম না, আমলারা যে মানুষের কল্যাণে কাজ করতে পারে না, আমলা হলে আর কিছু করতে পারে না, মানুষের জনসেবা করতে পারবে না, এটা বুঝতে পারছি না।’

২০১২ থেকে এখন পর্যন্ত ১১৯টি গুমের অভিযোগ এসেছে জানিয়ে নাছিমা বলেন, এর মধ্যে নিখোঁজ বা গুম থেকে ফেরত এসেছেন ২৮ জন। ৩৩ জন গ্রেপ্তার হয়েছেন। ৬২টি অভিযোগ সরাসরি দাখিল হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে ৪৮টি অভিযোগ এসেছে। আর নিজেরা স্বপ্রণোদিত হয়ে ৯টি অভিযোগ নিয়েছেন।

আইনের সীমাবদ্ধতা, সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতিবেদন না পাওয়াকে নিজেদের কাজের বড় বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। 

নাছিমা বলেন, ‘অনেকেই বলে, আপনারা এটা করেন নাই, ওটা করেন নাই। এটা করলেন না। তাঁদের বলতে চাই। দেশে প্রচলিত বিচারব্যবস্থা আছে। যেখানে মানুষ বিচার না পায়, সেখানে কমিশন কাজ করেছে।’  

বিএনপির চলমান আন্দোলন ও পুলিশের হামলা এবং বিএনপির নেতাদেরই মামলায় আসামি করার বিষয়ে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে নাছিমা বলেন, ‘যদি ভুক্তভোগীদের মামলা আদালত না নেয়, তাহলে লঙ্ঘন হবে। আপনার বিচার চাওয়া ও পাওয়ার অধিকার আছে। আদালত তো মামলা নিয়েছে।’

আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার বিষয়ে নাছিমা বলেন, দুই পক্ষ দুই রকম বক্তব্য দিচ্ছে। আমরা প্রতিবেদন চেয়েছি। পাওয়ার পরে সিদ্ধান্ত দেব।

সংবাদ সম্মেলনে কমিশনের সার্বক্ষণিক সদস্য কামাল উদ্দিনসহ আরও তিন সদস্য উপস্থিত ছিলেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট