হোম > অপরাধ > ঢাকা

দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালককে হত্যার অভিযোগ 

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়ায় দুলাভাই জামির হোসেন জামু খানের (৩০) বিরুদ্ধে শ্যালককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের মূলপাড়া ছাপরআলী বেপারীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত শ্যালক মেহেদী হাসান খান (১৮) উপজেলার মূলপাড়া ছাপরআলী বেপারীকান্দি গ্রামের আলমগীর খানের ছেলে। অভিযুক্ত জামির হোসেন জামু খান একই গ্রামের মকবুল হোসেন খানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামু খান সন্ধ্যায় প্রতিবেশী জিতু বেপারীর উঠানে পারিবারিক কলহ নিয়ে তাঁর স্ত্রী সোনালী আক্তারকে বকাঝকা করছিলেন। একপর্যায়ে জামু খান তাঁর স্ত্রী সোনালীকে মারতে গেলে স্ত্রীর চাচাতো ভাই মেহেদী হাসান বাধা দেয়। এ সময় ক্ষিপ্ত হয়ে জামু খান তাঁর শালা মেহেদীর পেটে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় স্থানীয়রা মেহেদীকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। এ সময় অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত্যু ঘোষণা করেন। 

মৃত মেহেদীর বাবা আলমগীর খান বলেন, আমার ভালো ছেলেকে ছুরি দিয়ে কুপিয়ে জামু খান হত্যা করেছেন। তাঁকে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক। 

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবীর হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত জামু খান ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে। 

ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা করা হচ্ছে।

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি