হোম > অপরাধ > ঢাকা

দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালককে হত্যার অভিযোগ 

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়ায় দুলাভাই জামির হোসেন জামু খানের (৩০) বিরুদ্ধে শ্যালককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের মূলপাড়া ছাপরআলী বেপারীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত শ্যালক মেহেদী হাসান খান (১৮) উপজেলার মূলপাড়া ছাপরআলী বেপারীকান্দি গ্রামের আলমগীর খানের ছেলে। অভিযুক্ত জামির হোসেন জামু খান একই গ্রামের মকবুল হোসেন খানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামু খান সন্ধ্যায় প্রতিবেশী জিতু বেপারীর উঠানে পারিবারিক কলহ নিয়ে তাঁর স্ত্রী সোনালী আক্তারকে বকাঝকা করছিলেন। একপর্যায়ে জামু খান তাঁর স্ত্রী সোনালীকে মারতে গেলে স্ত্রীর চাচাতো ভাই মেহেদী হাসান বাধা দেয়। এ সময় ক্ষিপ্ত হয়ে জামু খান তাঁর শালা মেহেদীর পেটে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় স্থানীয়রা মেহেদীকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। এ সময় অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত্যু ঘোষণা করেন। 

মৃত মেহেদীর বাবা আলমগীর খান বলেন, আমার ভালো ছেলেকে ছুরি দিয়ে কুপিয়ে জামু খান হত্যা করেছেন। তাঁকে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক। 

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবীর হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত জামু খান ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে। 

ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা করা হচ্ছে।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন