হোম > অপরাধ > ঢাকা

সাভারে ছেলের হাতে বাবা খুন

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় মানসিক ভারসাম্যহীন ছেলের বঁটির কোপে বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ছেলে আফাজ পলাতক রয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী কোনাপাড়া ফকিরবাড়ি এলাকার হারুন গেটে এ ঘটনা ঘটে। 

নিহত নুর মোহাম্মদ (৭০) আশুলিয়ার ফকিরবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর প্রথম স্ত্রীর সন্তান আফাজ উদ্দিন (৪০)। 

পরিবার সূত্রে জানা যায়, আফাজ মানসিক ভারসাম্যহীন ছিল। ২০০৬ সাল থেকে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে। আফাজ মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাঁর স্ত্রী রাতে পাশে ঘুমাতেন না। তাই বাবা নুর মোহাম্মদ তাঁর পাশে থাকতেন। প্রতিদিনের ন্যায় নুর মোহাম্মদ ছেলে আফাজের কক্ষে বাড়ির দ্বিতীয় তলায় ঘুমাতে যান। কিন্তু ভোররাতে আফাজ বঁটি দিয়ে বাবার গলার পেছনে আঘাত করেন। এ সময় গোঙানির শব্দ শুনে পরিবারের অন্য সদস্যরা আফাজের ঘরে গেলে নুর মোহাম্মদের রক্তাক্ত দেহ দেখতে পায়। তবে এর আগেই আফাজ ঘর থেকে বেরিয়ে যায়। পরে নুর মোহাম্মদের মরদেহ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হামিদ বলেন, নিহতের মরদেহ সাভারের এনাম মেডিকেলে রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১