হোম > অপরাধ > ঢাকা

সাভারে ছেলের হাতে বাবা খুন

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় মানসিক ভারসাম্যহীন ছেলের বঁটির কোপে বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ছেলে আফাজ পলাতক রয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী কোনাপাড়া ফকিরবাড়ি এলাকার হারুন গেটে এ ঘটনা ঘটে। 

নিহত নুর মোহাম্মদ (৭০) আশুলিয়ার ফকিরবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর প্রথম স্ত্রীর সন্তান আফাজ উদ্দিন (৪০)। 

পরিবার সূত্রে জানা যায়, আফাজ মানসিক ভারসাম্যহীন ছিল। ২০০৬ সাল থেকে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে। আফাজ মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাঁর স্ত্রী রাতে পাশে ঘুমাতেন না। তাই বাবা নুর মোহাম্মদ তাঁর পাশে থাকতেন। প্রতিদিনের ন্যায় নুর মোহাম্মদ ছেলে আফাজের কক্ষে বাড়ির দ্বিতীয় তলায় ঘুমাতে যান। কিন্তু ভোররাতে আফাজ বঁটি দিয়ে বাবার গলার পেছনে আঘাত করেন। এ সময় গোঙানির শব্দ শুনে পরিবারের অন্য সদস্যরা আফাজের ঘরে গেলে নুর মোহাম্মদের রক্তাক্ত দেহ দেখতে পায়। তবে এর আগেই আফাজ ঘর থেকে বেরিয়ে যায়। পরে নুর মোহাম্মদের মরদেহ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হামিদ বলেন, নিহতের মরদেহ সাভারের এনাম মেডিকেলে রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন