হোম > অপরাধ > ঢাকা

জন্মদিনে বাসায় দাওয়াত দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় আজ সোমবার সকালে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত যুবকের নাম সুমন (২০)। তিনি আড়াইহাজার পৌরসভার গাজিপুরা এলাকার আফছার উদ্দিনের ছেলে। অভিযুক্ত ও ভুক্তভোগীর মাঝে এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়েছে, এক বছর আগে সুমন ও ভুক্তভোগীর পরিচয় হয়। পরে তাঁদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুমন তাঁকে বিয়ের প্রলোভন দেখালে তাঁদের মাঝে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। সবশেষ গত ৮ মে সুমন তাঁর জন্মদিনের কথা বলে ভুক্তভোগীকে বাসায় দাওয়াত দেয়। ওই দিন সন্ধ্যায় তরুণী সুমনের জন্য উপহার হিসেবে ফুল ও চকলেট নিয়ে তাঁর বাসায় যায়। কিন্তু ওই সময় সুমনের পরিবারের কেউ বাসায় ছিল না। বাসা ফাঁকা দেখে ভুক্তভোগী চলে আসতে চাইলে সুমন তাঁকে ঘরে টেনে নিয়ে ধর্ষণ করেন। পরে তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে পালিয়ে যান সুমন।

মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে অভিযান চলছে।

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে