হোম > অপরাধ > ঢাকা

জন্মদিনে বাসায় দাওয়াত দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় আজ সোমবার সকালে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত যুবকের নাম সুমন (২০)। তিনি আড়াইহাজার পৌরসভার গাজিপুরা এলাকার আফছার উদ্দিনের ছেলে। অভিযুক্ত ও ভুক্তভোগীর মাঝে এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়েছে, এক বছর আগে সুমন ও ভুক্তভোগীর পরিচয় হয়। পরে তাঁদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুমন তাঁকে বিয়ের প্রলোভন দেখালে তাঁদের মাঝে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। সবশেষ গত ৮ মে সুমন তাঁর জন্মদিনের কথা বলে ভুক্তভোগীকে বাসায় দাওয়াত দেয়। ওই দিন সন্ধ্যায় তরুণী সুমনের জন্য উপহার হিসেবে ফুল ও চকলেট নিয়ে তাঁর বাসায় যায়। কিন্তু ওই সময় সুমনের পরিবারের কেউ বাসায় ছিল না। বাসা ফাঁকা দেখে ভুক্তভোগী চলে আসতে চাইলে সুমন তাঁকে ঘরে টেনে নিয়ে ধর্ষণ করেন। পরে তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে পালিয়ে যান সুমন।

মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে অভিযান চলছে।

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের