মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার আউটশাহী এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদে এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে পুলিশ তাঁকে আটক করে।
অভিযোগে জানা গেছে, গতকাল দুপুরে অভিযুক্ত আবুল হোসনের ছোট ভাইয়ের নির্মাণাধীন ভবনে দুই শিশু খেলছিল। এ সময় আবুল হোসেন তাদের ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই দুই শিশুসহ আরেক শিশু কান্না করলে অভিযুক্ত পালিয়ে যান। শিশুরা বাসায় গিয়ে বিষয়টি জানায়। এদের মধ্যে এক শিশুর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেন।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। মামলার পর শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’