হোম > অপরাধ > ঢাকা

তুরাগে ৫০টি গুলিসহ যুবক আটক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে ৫০টি গুলিসহ রবিউল ইসলাম (২৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। তুরাগের কামারপাড়া এলাকা থেকে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার ওই ব্যক্তি নরসিংদী জেলার মাধবদী উপজেলার চউয়া এলাকার মৃত চান মিয়ার ছেলে।

তুরাগ থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র আজকের পত্রিকাকে আজ রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ।

সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কামারপাড়া চেকপোস্ট এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে ওই ব্যক্তিকে তল্লাশি করে পুলিশ। পরে তাঁর কাছ থেকে এসব গুলি উদ্ধার করা হয়। গুলির গায়ে ৭.৬২ (ক্যালিবার) লেখা রয়েছে। এ ধরনের গুলি সাধারণত অ্যাসল্ট রাইফেলে ব্যবহার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলার আজকের পত্রিকাকে বলেন, ‘আপনাকে পরে জানাচ্ছি।’ এ ছাড়া আর কোনো তথ্য দিতে চাননি তিনি।

পরে উত্তরা বিভাগের পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোরশেদ আলমের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় আমরা কাজ করছি। কাজ শেষ হলে বিস্তারিত জানতে পারবেন।’ তিনি বলেন, ‘এটি গোপন করার কিছু নেই। সময় হলেই সবকিছু জানতে পারবেন।’

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট