হোম > অপরাধ > ঢাকা

তুরাগে ৫০টি গুলিসহ যুবক আটক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে ৫০টি গুলিসহ রবিউল ইসলাম (২৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। তুরাগের কামারপাড়া এলাকা থেকে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার ওই ব্যক্তি নরসিংদী জেলার মাধবদী উপজেলার চউয়া এলাকার মৃত চান মিয়ার ছেলে।

তুরাগ থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র আজকের পত্রিকাকে আজ রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ।

সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কামারপাড়া চেকপোস্ট এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে ওই ব্যক্তিকে তল্লাশি করে পুলিশ। পরে তাঁর কাছ থেকে এসব গুলি উদ্ধার করা হয়। গুলির গায়ে ৭.৬২ (ক্যালিবার) লেখা রয়েছে। এ ধরনের গুলি সাধারণত অ্যাসল্ট রাইফেলে ব্যবহার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলার আজকের পত্রিকাকে বলেন, ‘আপনাকে পরে জানাচ্ছি।’ এ ছাড়া আর কোনো তথ্য দিতে চাননি তিনি।

পরে উত্তরা বিভাগের পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোরশেদ আলমের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় আমরা কাজ করছি। কাজ শেষ হলে বিস্তারিত জানতে পারবেন।’ তিনি বলেন, ‘এটি গোপন করার কিছু নেই। সময় হলেই সবকিছু জানতে পারবেন।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক