হোম > অপরাধ > ঢাকা

অপহরণ মামলায় জেল থেকে বেরিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

অপহরণ মামলায় জেল থেকে বেরিয়ে এবার ইয়াবাসহ ধরা পড়লেন এক যুবক। রাজধানীর উত্তরখানে মো. বেলাল হোসেন (৩২) নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। 

উত্তরখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরখানের জিয়াবাগ এলাকা থেকে বুধবার (৯ আগস্ট) দিবাগত রাতে ইয়াবাসহ বেলাল হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরফলকন গ্রামের মো. নুরুল আমিনের ছেলে। বর্তমানে উত্তরখানের মৈনারটেক স্কুল এলাকার মৃত আরিফ মিয়ার বাড়িতে থাকেন। তিনি একটি পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরখানের জিয়াবাগ এলাকায় বেলাল হোসেনকে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি করা হয়। পরে তাঁর প্যান্টের পকেট থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁরই বাসায় অভিযান চালিয়ে আরও সাত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।’ 

এ ঘটনায় উত্তরখান থানায় বেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এসআই জহির। 

থানা-পুলিশ জানায়, কয়েক মাস আগে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে বেলালসহ তাঁর সহযোগী হজরত আলী রানা ওরফে অটো রানা, মিতুসহ কয়েকজনকে গ্রেপ্তার করে দক্ষিণখান থানা-পুলিশ। ওই মামলায় বেলাল সম্প্রতি জামিনে মুক্ত হন।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক