হোম > অপরাধ > ঢাকা

অপহরণ মামলায় জেল থেকে বেরিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

অপহরণ মামলায় জেল থেকে বেরিয়ে এবার ইয়াবাসহ ধরা পড়লেন এক যুবক। রাজধানীর উত্তরখানে মো. বেলাল হোসেন (৩২) নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। 

উত্তরখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরখানের জিয়াবাগ এলাকা থেকে বুধবার (৯ আগস্ট) দিবাগত রাতে ইয়াবাসহ বেলাল হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরফলকন গ্রামের মো. নুরুল আমিনের ছেলে। বর্তমানে উত্তরখানের মৈনারটেক স্কুল এলাকার মৃত আরিফ মিয়ার বাড়িতে থাকেন। তিনি একটি পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরখানের জিয়াবাগ এলাকায় বেলাল হোসেনকে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি করা হয়। পরে তাঁর প্যান্টের পকেট থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁরই বাসায় অভিযান চালিয়ে আরও সাত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।’ 

এ ঘটনায় উত্তরখান থানায় বেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এসআই জহির। 

থানা-পুলিশ জানায়, কয়েক মাস আগে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে বেলালসহ তাঁর সহযোগী হজরত আলী রানা ওরফে অটো রানা, মিতুসহ কয়েকজনকে গ্রেপ্তার করে দক্ষিণখান থানা-পুলিশ। ওই মামলায় বেলাল সম্প্রতি জামিনে মুক্ত হন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস