হোম > অপরাধ > ঢাকা

রূপগঞ্জে শুটিংয়ের কথা বলে তরুণীকে দল বেধে ধর্ষণ

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুটিংয়ের কথা বলে চুক্তিতে এনে এক তরুণীকে (১৮) শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে দল বেধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামাল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মনখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই তরুণী জানান, তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। বর্তমানে তিনি রাজধানীর আবদুল্লাহপুর এলাকার বাসিন্দা। তিনি টিকটকে অভিনয় করছেন নিয়মিত। সেই সুবাদে সালাম নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য স্বল্পদৈর্ঘ্য সিনেমাতে অভিনয় করার প্রস্তাব দেয় চ্যানেলটির মালিক সালাম। প্রস্তাবে রাজি হলে প্রথমে তাঁকে পূর্বাচলে শুটিং হবে বলে জানানো হয়। পরে ফোনে ঠিকানা পরিবর্তন করে তাঁকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুটিং হবে বলে জানায় অভিযুক্তরা। ওই তরুণী ঠিকানামতো রাত ৮টার দিকে ব্রাক্ষ্মনখালী হাবিবনগর এলাকায় উপজেলার এইচ আর মডেল স্কুল অ্যান্ড কলেজে গেলে প্রতিষ্ঠানটির কেয়ারটেকার জামাল হোসেন তাঁকে বিদ্যালয়ের তৃতীয় তলার একটি বিশ্রাম কক্ষে নিয়ে যায়।

সেখানে আগে থেকে বসা ছিল ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজের গাড়ি চালক আবু হানিফ ও হারেজের ভাতিজা আবু সাঈদের ছেলে আয়নাল হক। সেখানে ওই তরুণী শুটিংয়ের কোনো আলামত দেখতে না পেয়ে চলে যেতে চাইলে তাঁরা তরুণীর মুখ বেঁধে রুমে তালাবন্ধ করে রাখে। পরে রাত ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত অভিযুক্তরা তাঁকে পালাক্রমে ধর্ষণ করে সেখানেই ফেলে রেখে যায়। রাত সাড়ে ৩টার দিকে কেয়ারটেকার জামাল এই তরুণীকে বের করে দেন। ছাড়া পেয়ে ওই তরুণী ৯৯৯ এ ফোন করলে ভোলাবো ফাঁড়ি পুলিশ ও রূপগঞ্জ থানা-পুলিশ তাঁকে উদ্ধার করেন এবং জামাল হোসেনকে আটক করেন। এ ঘটনায় সে তরুণী বাদী হয়ে রূপগঞ্জ থানায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, পুলিশের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা-৯৯৯ এ বার্তা পেয়ে আমরা ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করি। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করি। এ ব্যাপারে সে তরুণী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন। অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী