মাদারীপুর জেলার শিবচরে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বালুবাহী ড্রামট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে পাঁচ চালককে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এই অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন—আনোয়ার হোসেন (১৯), নূর আলম মৃধা (২৩), সুজন শেখ (২৪), ফিরোজ মাতবর (১৮) ও জুয়েল হাওলাদার (২৫)। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রামট্রাক চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনায় মানুষ হতাহত হচ্ছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার পাঁচ্চর, মাদবরচর, সন্ন্যাসীরচর, বন্দরখোলাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচজন চালকসহ পাঁচটি অবৈধ ড্রামট্রাক জব্দ করা হয়। পরে আটক পাঁচ চালকের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান বলেন, ‘বৈধ কোনো কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে ড্রামট্রাকগুলো জব্দ করা হয়েছে। আর ড্রাইভিং লাইসেন্স না থাকায় চালকদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’