হোম > অপরাধ > ঢাকা

শিবচরে ৫টি ড্রামট্রাক জব্দ, ৫ চালককে ৭ দিনের কারাদণ্ড

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বালুবাহী ড্রামট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে পাঁচ চালককে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এই অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন—আনোয়ার হোসেন (১৯), নূর আলম মৃধা (২৩), সুজন শেখ (২৪), ফিরোজ মাতবর (১৮) ও জুয়েল হাওলাদার (২৫)। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রামট্রাক চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনায় মানুষ হতাহত হচ্ছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার পাঁচ্চর, মাদবরচর, সন্ন্যাসীরচর, বন্দরখোলাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচজন চালকসহ পাঁচটি অবৈধ ড্রামট্রাক জব্দ করা হয়। পরে আটক পাঁচ চালকের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান বলেন, ‘বৈধ কোনো কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে ড্রামট্রাকগুলো জব্দ করা হয়েছে। আর ড্রাইভিং লাইসেন্স না থাকায় চালকদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’ 

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব