হোম > অপরাধ > ঢাকা

ইফতারের খবর সংগ্রহে যাওয়া সাংবাদিকের সঙ্গে পুলিশের বচসা, মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর চকবাজারে ইফতার বাজারের ছবি তুলতে গিয়ে থানার সামনে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে লাঞ্ছনার শিকার হয়েছেন এক ফটো সাংবাদিক। তাঁর নাম মাহমুদ হোসেন অপু। তিনি ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনে কর্মরত। পুলিশের বিরুদ্ধে মারধরেরও অভিযোগ করেছেন তিনি। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে। 

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে চকবাজার থানার সামনে এ ঘটনা ঘটে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এটা ভুল বোঝাবুঝি হয়েছে। কোনো সমস্যা নেই, মিলমিশ করে দেওয়া হয়েছে। 

ঢাকা ট্রিবিউনের ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপু বলেন, ‘চকবাজার থানার সামনে মোটরসাইকেল রাখা নিয়ে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় সিভিল পোশাকে ডিএমপির লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) জায়েন উদ্দীন মোহাম্মদ যিয়াদ এসেই আমার মুখে ঘুষি মারে। পরে অন্য পুলিশ সদস্যরা এসি যিয়াদকে সরিয়ে নিয়ে যায়।’ 

সাংবাদিককে মারার বিষয়ে লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জায়েন উদ্দীন মোহাম্মদ যিয়াদ বলেন, এটা সামান্য বিষয়। মোটরসাইকেল রাখা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাকাটাকাটি হয়েছে। কিন্তু কারোর গায়ে হাত তোলা হয়নি।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট