হোম > অপরাধ > ঢাকা

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ খুন, আহত ৩

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মান্নান ওরফে মান্দু (৬৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাঁরা হলেন—মান্দুর মেয়ে হামিদা, ছেলে মিরাজ ও ভাতিজা রাজা মিয়া। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আজ সকালে ছোটভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন ও ইউপি সদস্য সালামসহ স্থানীয়রা নিহত মান্দুর শ্যালক আবেদ আলীর বিক্রি করা জমির সীমানা নির্ধারণ করে দেয়। পরে তাঁরা চলে যাওয়ার পর মান্দু তাঁর জমিতে সীমানা পিলার বসাতে গেলে আবেদ আলীর কাছ থেকে ক্রয়কৃত জমির মালিক একই এলাকার মৃত নুরালের ছেলে শামীমসহ ছয়-সাত জন বাধা দেয়। পরে মান্দুর সঙ্গে শামীমের কথাকাটাকাটির একপর্যয়ে শামীম লোহার রড দিয়ে মান্দুর মাথায় আঘাত করেন। এ সময় মান্দুর মেয়ে ও ছেলে এগিয়ে এলে তাঁদেরও মারপিট করেন শামীম। পরে স্থানীয়রা এগিয়ে এসে শামীমসহ তাঁর দলবল পালিয়ে যায়। গুরুতর অবস্থায় মান্দুকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা