হোম > অপরাধ > ঢাকা

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ খুন, আহত ৩

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মান্নান ওরফে মান্দু (৬৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাঁরা হলেন—মান্দুর মেয়ে হামিদা, ছেলে মিরাজ ও ভাতিজা রাজা মিয়া। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আজ সকালে ছোটভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন ও ইউপি সদস্য সালামসহ স্থানীয়রা নিহত মান্দুর শ্যালক আবেদ আলীর বিক্রি করা জমির সীমানা নির্ধারণ করে দেয়। পরে তাঁরা চলে যাওয়ার পর মান্দু তাঁর জমিতে সীমানা পিলার বসাতে গেলে আবেদ আলীর কাছ থেকে ক্রয়কৃত জমির মালিক একই এলাকার মৃত নুরালের ছেলে শামীমসহ ছয়-সাত জন বাধা দেয়। পরে মান্দুর সঙ্গে শামীমের কথাকাটাকাটির একপর্যয়ে শামীম লোহার রড দিয়ে মান্দুর মাথায় আঘাত করেন। এ সময় মান্দুর মেয়ে ও ছেলে এগিয়ে এলে তাঁদেরও মারপিট করেন শামীম। পরে স্থানীয়রা এগিয়ে এসে শামীমসহ তাঁর দলবল পালিয়ে যায়। গুরুতর অবস্থায় মান্দুকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

রাজধানীর লালবাগে প্লাস্টিক গুদামে আগুন নিয়ন্ত্রণে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক কে

নিরাপত্তা শঙ্কা : বেলা ২টায় যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা