হোম > অপরাধ > ঢাকা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে প্রার্থীদের জরিমানা

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ (ইউপি) নির্বাচন-২০২১-এ আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুজন চেয়ারম্যান পদপ্রার্থী ও দুজন ইউপি সদস্য পদপ্রার্থীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল উপজেলার ছয়সূতি ও ওসমানপুর ইউনিয়নে এই জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল বলেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক নির্বাচন সুষ্ঠুভাবে সমাপ্ত করার লক্ষ্যে নির্বাচনের আচরণবিধি পালনে চলমান ইউপি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ২৩ নভেম্বর মঙ্গলবার রাতে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর, ফরিদপুর ও ওসমানপুর ইউনিয়নে পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী ও তিনজন ইউপি সদস্য পদপ্রার্থীকে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর কুলিয়ারচর উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬৯ জন ও ইউপি সদস্য পদে ১৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ভোটার ৯৮ হাজার ৭৫১ জন। পুরুষ ৫০ হাজার ১১৯ জন এবং নারী ভোটার ৪৮ হাজার ৬৩২ জন।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি