হোম > অপরাধ > ঢাকা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে প্রার্থীদের জরিমানা

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ (ইউপি) নির্বাচন-২০২১-এ আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুজন চেয়ারম্যান পদপ্রার্থী ও দুজন ইউপি সদস্য পদপ্রার্থীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল উপজেলার ছয়সূতি ও ওসমানপুর ইউনিয়নে এই জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল বলেন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক নির্বাচন সুষ্ঠুভাবে সমাপ্ত করার লক্ষ্যে নির্বাচনের আচরণবিধি পালনে চলমান ইউপি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ২৩ নভেম্বর মঙ্গলবার রাতে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর, ফরিদপুর ও ওসমানপুর ইউনিয়নে পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী ও তিনজন ইউপি সদস্য পদপ্রার্থীকে মোট ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর কুলিয়ারচর উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬৯ জন ও ইউপি সদস্য পদে ১৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ভোটার ৯৮ হাজার ৭৫১ জন। পুরুষ ৫০ হাজার ১১৯ জন এবং নারী ভোটার ৪৮ হাজার ৬৩২ জন।

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

শরীয়তপুরে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি

পেঁপে ভাজি খাইয়ে অজ্ঞান করে বাসায় চুরি, রাজধানীতে গৃহকর্মীসহ গ্রেপ্তার ২

মোবাইল ব্যবসায়ীদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দিল পুলিশ