হোম > অপরাধ > ঢাকা

শরীয়তপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় দাউদ খান (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাওডোবা ইউনিয়নের মেছের আলী মুন্সিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে নিজ বাড়ি থেকে দাউদ খানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায় পুলিশ। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দাউদ খান মুন্সিকান্দি গ্রামের মৃত ইসমাইল খানের ছেলে। পাঁচ বছর আগের একটি হত্যা মামলার আসামি ছিলেন তিনি। দাউদ খান হত্যাকাণ্ডে তাঁর প্রতিবেশী মুজাম্মেল মাদবরকে (৪৫) আটক করেছে পুলিশ। মুজাম্মেল মাদবর মৃত নূর ইসলাম মাদবরের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  দাউদ খান একসময় প্রবাসে ছিলেন। এখন দেশের বাড়িতেই থাকতেন এবং কৃষিকাজ করতেন। তাঁর দুই মেয়ের মধ্যে বড় মেয়ে ঢাকায় থেকে লেখাপড়া করেন। গতকাল শুক্রবার বিকেলে দাউদ খানের স্ত্রী ছোট মেয়েকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে যান। দাউদ খান বাড়িতে একা ছিলেন। রাত ১০টা পর্যন্ত তাঁকে বাড়ির কাছে শিকদার মার্কেটে আড্ডা দিতে দেখেছেন স্থানীয়রা। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মুখে, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে কুপিয়ে হত্যা করে ঘরের দরজার সামনে ফেলে রেখে যায়। খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। 

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানার দুই কিলোমিটারের মধ্যে গভীর রাতে দাউদ খান নামে এক হত্যা মামলার আসামিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। সকাল ৭টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য বেলা ১১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর