হোম > অপরাধ > ঢাকা

সুপ্রিম কোর্টের কর্মচারীর বিরুদ্ধে তদবির-বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের চতুর্থ শ্রেণির কর্মচারী (এমএলএসএস) ছমির উদ্দিন মণ্ডলের বিরুদ্ধে মামলার তদবির-বাণিজ্যসহ নানা অভিযোগ উঠেছে। এ জন্য তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সাত দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন আজকের পত্রিকাকে জানান, জবাব দেওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ছমির উদ্দিন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বদরুজ্জামানের কোর্টে কর্মরত থাকাবস্থায় বিভিন্ন ধরনের অনিয়মের সঙ্গে জড়িত হয়েছেন। বিভিন্ন ধরনের অনিয়মের মাধ্যমে মামলার তদবির করে প্রচুর টাকা আয় করেছেন। এমনকি বিচারপতির নাম ভাঙিয়ে বিভিন্ন উপায়ে টাকাপয়সা লেনদেন করেছেন তিনি। 

নোটিশে আরও বলা হয়, ছমির উদ্দিন প্রতিনিয়ত যে টাকা ব্যয় করেন এর সঙ্গে তাঁর আয়ের সামঞ্জস্য নেই। একজন এমএলএসএস হওয়া সত্ত্বেও তাঁর জীবনযাত্রার মান বিবেচনা করলে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। এরই মধ্যে দুটি বিয়ে করেছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অর্পিত দায়িত্ব পালনের বিপরীতে অবৈধ লেনদেনের মাধ্যমে অতিরিক্ত অর্থ গ্রহণ করে অসদাচরণ, দুর্নীতি ও অফিস শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন। তাঁর এ ধরনের অনৈতিক কার্যক্রমে আদালতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট