হোম > অপরাধ > ঢাকা

সুপ্রিম কোর্টের কর্মচারীর বিরুদ্ধে তদবির-বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের চতুর্থ শ্রেণির কর্মচারী (এমএলএসএস) ছমির উদ্দিন মণ্ডলের বিরুদ্ধে মামলার তদবির-বাণিজ্যসহ নানা অভিযোগ উঠেছে। এ জন্য তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সাত দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন আজকের পত্রিকাকে জানান, জবাব দেওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ছমির উদ্দিন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বদরুজ্জামানের কোর্টে কর্মরত থাকাবস্থায় বিভিন্ন ধরনের অনিয়মের সঙ্গে জড়িত হয়েছেন। বিভিন্ন ধরনের অনিয়মের মাধ্যমে মামলার তদবির করে প্রচুর টাকা আয় করেছেন। এমনকি বিচারপতির নাম ভাঙিয়ে বিভিন্ন উপায়ে টাকাপয়সা লেনদেন করেছেন তিনি। 

নোটিশে আরও বলা হয়, ছমির উদ্দিন প্রতিনিয়ত যে টাকা ব্যয় করেন এর সঙ্গে তাঁর আয়ের সামঞ্জস্য নেই। একজন এমএলএসএস হওয়া সত্ত্বেও তাঁর জীবনযাত্রার মান বিবেচনা করলে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। এরই মধ্যে দুটি বিয়ে করেছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অর্পিত দায়িত্ব পালনের বিপরীতে অবৈধ লেনদেনের মাধ্যমে অতিরিক্ত অর্থ গ্রহণ করে অসদাচরণ, দুর্নীতি ও অফিস শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন। তাঁর এ ধরনের অনৈতিক কার্যক্রমে আদালতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল