হোম > অপরাধ > ঢাকা

সুপ্রিম কোর্টের কর্মচারীর বিরুদ্ধে তদবির-বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের চতুর্থ শ্রেণির কর্মচারী (এমএলএসএস) ছমির উদ্দিন মণ্ডলের বিরুদ্ধে মামলার তদবির-বাণিজ্যসহ নানা অভিযোগ উঠেছে। এ জন্য তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সাত দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন আজকের পত্রিকাকে জানান, জবাব দেওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ছমির উদ্দিন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বদরুজ্জামানের কোর্টে কর্মরত থাকাবস্থায় বিভিন্ন ধরনের অনিয়মের সঙ্গে জড়িত হয়েছেন। বিভিন্ন ধরনের অনিয়মের মাধ্যমে মামলার তদবির করে প্রচুর টাকা আয় করেছেন। এমনকি বিচারপতির নাম ভাঙিয়ে বিভিন্ন উপায়ে টাকাপয়সা লেনদেন করেছেন তিনি। 

নোটিশে আরও বলা হয়, ছমির উদ্দিন প্রতিনিয়ত যে টাকা ব্যয় করেন এর সঙ্গে তাঁর আয়ের সামঞ্জস্য নেই। একজন এমএলএসএস হওয়া সত্ত্বেও তাঁর জীবনযাত্রার মান বিবেচনা করলে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। এরই মধ্যে দুটি বিয়ে করেছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অর্পিত দায়িত্ব পালনের বিপরীতে অবৈধ লেনদেনের মাধ্যমে অতিরিক্ত অর্থ গ্রহণ করে অসদাচরণ, দুর্নীতি ও অফিস শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন। তাঁর এ ধরনের অনৈতিক কার্যক্রমে আদালতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন