হোম > অপরাধ > ঢাকা

ধর্ষণ মামলায় এসআই শরিফুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধর্ষণের মামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৮–এর বিচারক বেগম মাফরোজা পারভীন পরোয়ানা জারির এ আদেশ দেন।

এসআই শরিফুল বর্তমানে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত। শরিফুল পাবনা জেলার সাঁথিয়া থানার চৈত্রহাটি গ্রামের মৃত বন্দে আলীর ছেলে।

গত বছরের ২৮ আগস্ট শরিফুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন এক নারী। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে। বিচারক অপরাধ আমলে নিয়ে আজ পরোয়ানা জারি করলেন।। 

বাদীর আইনজীবী সালাম সিকদার পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সিআইডির তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনাল গ্রহণ করে এসআইয়ের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন।’

বাদী তাঁর আরজিতে উল্লেখ করেন, ২০২০ সালের জানুয়ারি মাসে এসআই শরিফুলের সঙ্গে তাঁর পরিচয় হয়। একই বছরের ১৩ নভেম্বর শরিফুল বাদীকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করেন। এতে বাদী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি এসআই শরিফুলকে জানালে তিনি তাঁকে হাসপাতালে নিয়ে গর্ভপাত করান।

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক