হোম > অপরাধ > ঢাকা

সাভারে বাবা ও শিশুকে হত্যা: ২ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে বাবা ও শিশুপুত্র হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার র‍্যাব এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

এর আগে গতকাল রোববার রাতে আমিনবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকেরা হলেন সিরাজগঞ্জের বাসিন্দা মো. আনিস সরদার (২৬) ও চাঁপাইনবাবগঞ্জের আদিল বিশ্বাস (২৪)। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ সেপ্টেম্বর আমিনবাজারের বরদেশী এলাকার রূপালী সৈকত হাউজিং থেকে ফুয়াদ ইসলাম (৫৪) ও তাঁর দেড় বছরের ছেলে আশিকুর রহমানের লাশ উদ্ধার করা হয়। কয়েকজন সহযোগী নিয়ে আনিস সরদার ও আদিল বিশ্বাস তাঁদের হত্যার পর খামারের ভেতরেই লাশ মাটি চাপা দিয়ে রেখেছিলেন। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিহত ফুয়াদ ইসলাম মেহেরপুর জেলার গাংনী থানার কাজীপুর গ্রামের বাসিন্দা। তিনি রূপালী সৈকত হাউজিং এলাকায় একটি গরুর খামার দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ফুয়াদ ইসলামের সঙ্গে তাঁর দেড় বছরের ছেলেও থাকত। 

এদিকে গ্রেপ্তার আসামিরা র‍্যাবকে জানান, তাঁরা দীর্ঘদিন ধরে সাভার এলাকায় থেকে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলের। তাঁরা ফুয়াদ ইসলামের খামারে গরু চুক্তি চুরি করতে গিয়ে তাদের হত্যা করে।

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন