হোম > অপরাধ > ঢাকা

সাভারে বাবা ও শিশুকে হত্যা: ২ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে বাবা ও শিশুপুত্র হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার র‍্যাব এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

এর আগে গতকাল রোববার রাতে আমিনবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকেরা হলেন সিরাজগঞ্জের বাসিন্দা মো. আনিস সরদার (২৬) ও চাঁপাইনবাবগঞ্জের আদিল বিশ্বাস (২৪)। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ সেপ্টেম্বর আমিনবাজারের বরদেশী এলাকার রূপালী সৈকত হাউজিং থেকে ফুয়াদ ইসলাম (৫৪) ও তাঁর দেড় বছরের ছেলে আশিকুর রহমানের লাশ উদ্ধার করা হয়। কয়েকজন সহযোগী নিয়ে আনিস সরদার ও আদিল বিশ্বাস তাঁদের হত্যার পর খামারের ভেতরেই লাশ মাটি চাপা দিয়ে রেখেছিলেন। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিহত ফুয়াদ ইসলাম মেহেরপুর জেলার গাংনী থানার কাজীপুর গ্রামের বাসিন্দা। তিনি রূপালী সৈকত হাউজিং এলাকায় একটি গরুর খামার দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ফুয়াদ ইসলামের সঙ্গে তাঁর দেড় বছরের ছেলেও থাকত। 

এদিকে গ্রেপ্তার আসামিরা র‍্যাবকে জানান, তাঁরা দীর্ঘদিন ধরে সাভার এলাকায় থেকে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলের। তাঁরা ফুয়াদ ইসলামের খামারে গরু চুক্তি চুরি করতে গিয়ে তাদের হত্যা করে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট