হোম > অপরাধ > ঢাকা

স্ত্রী পরকীয়া করেন, এমন সন্দেহে তাঁকে হত্যা করা হয়: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরকীয়ার সন্দেহের জেরেই স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে রেখেছিলেন হাবুল বেপারী (৩৮)। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে এ কথা জানিয়েছেন হাবুল। এর আগে গতকাল সোমবার রাতে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব–১।

আজ মঙ্গলবার দুপুরে র‍্যাবের কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানিয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে খন্দকার আল মঈন জানান, নিহত রাবেয়া বেগম (৩৮) এনজিও কর্মী ছিলেন। স্ত্রীর প্রতি ক্ষোভ ও পরকীয়ার সন্দেহে তাঁকে হত্যার পরিকল্পনা করেন স্বামী হাবুল। হাবুল তাঁর দুলাভাই সূর্য মোল্লাকে নিয়ে হত্যার পরিকল্পনার করেন। সূর্য মোল্লার রাবেয়ার প্রতি আগে থেকেই ক্ষোভ ছিল। পাশাপাশি রাবেয়ার কাছ থেকে নেওয়া টাকা ফেরত না দেওয়ার কৌশল হিসেবে হত্যায় সহযোগিতা করেন সূর্য।

তিনি বলেন, গত ১৩ আগস্ট দুপুর ১২টা ২০ মিনিটে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঢেউখালী এলাকায় ঘরের পেছনে সেপটিক ট্যাংক থেকে রাবেয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় রাবেয়ার ভাই বাদী হয়ে ফরিদপুর জেলার সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবুল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে র‍্যাবকে জানিয়েছেন, ৭ বছর আগে রাবেয়ার সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই রাবেয়া বাবার বাড়িতে থাকতেন। গত কয়েক মাস ধরেই তাঁর স্ত্রীর প্রতি ক্ষোভ ছিল। রাবেয়ার পরকীয়ার ব্যাপারে সন্দেহ করতেন তিনি। এ ছাড়া তাঁর স্থায়ী কোনো কাজ নেই। তিনি মাঝে মাঝে ফার্নিচার দোকানে রং মিস্ত্রির কাজ করেন। স্ত্রীর তুলনায় আয় কম ছিল তাঁর।

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের