হোম > অপরাধ > ঢাকা

‘আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আর আপনারা হাসছেন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চার দিনের রিমান্ড শেষে পরীমণিকে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হয়। এ সময় বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ফের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি হয় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে। আদালত পরীমণি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে দুই দিনের রিমান্ডে পাঠান। 

আদালত থেকে বের হওয়ার পর পরীমণি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে চিৎকার করে কথা বলতে থাকেন। তিনি বলেন ‘আমার বিরুদ্ধে মামলা শতভাগ মিথ্যা। সাংবাদিক, আপনারা কী করছেন? আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আবার আপনারা হাসছেন।’ 

তাৎক্ষণিক ভাবে তাঁকে দ্রুত লিফটে উঠানো হয় এবং নিচে দাঁড়িয়ে থাকা গাড়িতে করে নিয়ে যায় পুলিশ। এ সময় তাঁর সহযোগী আশরাফুল ইসলাম দীপুও সঙ্গে ছিলেন। 

এর আগে পরীমণি, দীপু এবং অন্য মামলায় পরীমণির বন্ধু নজরুল ইসলাম রাজ ও তাঁর সহযোগী সবুজ আলীকে একসঙ্গে আদালতের কাঠগড়ায় তোলা হয়। কাঠগড়ায় পরীমণিকে বারবার চোখ মুছতে দেখা যায়। তাঁর সহযোগী দীপু ঝরঝর করে কাঁদছিলেন। আর নজরুল ইসলাম রাজকে অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছিল। তবে কাঠগড়ায় কেউ কোনো কথা বলেননি। 

আজ পরীমণিকে আনার সংবাদে সিএমএম আদালত চত্বরে সকাল থেকেই ব্যাপক ভিড় হয়। দুপুর ১২টার দিকে আদালতে আসেন পরীমণির বৃদ্ধ নানা শামসুল হক। আদালতে শুনানির সময় অবশ্য তিনি অন্য কক্ষে ছিলেন। তাঁর সঙ্গে পরীমণির দেখা হয়নি। এজলাসে শুনানির সময় কয়েক মিনিট অঝোরে কাঁদেন পরীমণি।

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩