হোম > অপরাধ > ঢাকা

সিরাজদিখানে আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে ককটেল ফাটায় দুষ্কৃতকারীরা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুষ্কৃতকারীরা। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুজনকে আটক করে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের পোদ্দার বাড়ি শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের গেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। 

আটক ফুরশাইল গ্রামের মো. আলমের ছেলে রিফাত (২১) জানান, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানের নির্দেশে তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন। এ সময় সঙ্গে ছিলেন ফুরশাইল গ্রামের সিরাজুল ব্যাপারীর ছেলে সমিত ব্যাপারী (১৯) ও কাজীরবাগ গ্রামের জাকির হোসেনের ছেলে তুহিন (২০)। 

সিরাজদিখান থানায় পুলিশ না থাকায় রাতেই সেনাবাহিনীর সঙ্গে ইউপি সদস্যরা যোগাযোগ করে বিষয়টি জানান। আজ শনিবার বেলা ১১টার দিকে মালখানগর ইউনিয়ন পরিষদে সেনা সদস্যরা আসেন। কিন্তু আটককৃতরা রাতেই জিম্মাদারদের কাছ থেকে পালিয়ে যান। 

মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, বিএনপির বদনাম করতে আওয়ামী লীগ নানা ভাবে পাঁয়তারা করছে। আমরা মন্দির পাহারা দিই, আর তারা গভীর রাতে ঘটনা ঘটাতে চেষ্টা করে। 

মালখানগর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. জামান বলেন, সেনাবাহিনী এসেছিল, দুষ্কৃতকারীরা পালিয়েছে। আমরা সজাগ আছি, যাতে করে আর কোনো দুষ্কৃতকারী সন্ত্রাস নাশকতা করতে না পারে। 

এ বিষয়ে মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সাড়া দেননি।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি