প্রতিনিধি, নারায়ণগঞ্জ
ডিবি পুলিশের ভুয়া পরিচয় দেওয়া এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা–পুলিশ। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আদারতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. এনামুল হক সোহান। তিনি নগরীর পাইকপাড়ার বাসিন্দা মো. কামাল উদ্দিনের ছেলে।
এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহজামান বলেন, ‘আমরা তাঁকে ডিবির ভুয়া পরিচয় প্রদান কালে হাতে নাতে গ্রেপ্তার করি। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে ও আদালতে পাঠানো হয়েছে।