হোম > অপরাধ > ঢাকা

চট্টগ্রামে আনসার আল ইসলামের এক সদস্যের এক দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক,  চট্টগ্রাম

চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. আরমান হোসেন ওরফে সাদীর (২৩) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ এই আদেশ দেন। এর আগে নগরের বাকলিয়া থানার মামলায় তিনি গ্রেপ্তার হন। 

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ১৯ মে সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী সদরের বাস টার্মিনাল থেকে সাদীকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁর কাছ থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছদ্মনামে জঙ্গি কার্যক্রম পরিচালনার তথ্য পেয়েছে র‍্যাব। এ ছাড়া হোয়াটসঅ্যাপে জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জঙ্গি কার্যক্রম চালানোর প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব।

এ বছরের ২৬ জানুয়ারি রংপুরের র‍্যাব-১৩ এর একটি দল চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার থেকে আনসার আল ইসলামের সদস্য মো. শাহেদকে একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সঙ্গে থাকা ৪/৫ জন পালিয়ে যান। শাহদের কাছ থেকে র‍্যাব জঙ্গি কার্যক্রমের বইপত্র ও একাধিক ডিভাইস উদ্ধার করে। এ ঘটনায় এ বছর ২৭ জানুয়ারি নগরের বাকিলিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। শাহেদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ মে সাদীকে হাটহাজারী থেকে গ্রেপ্তার করে র‍্যাব। 

মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-৭ এর এস আই শামসুল হক সরকার আসামির তিন দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি সাদী খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার গুমতি এলাকার জসিম উদ্দিনের ছেলে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি