হোম > অপরাধ > ঢাকা

চট্টগ্রামে আনসার আল ইসলামের এক সদস্যের এক দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক,  চট্টগ্রাম

চট্টগ্রামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. আরমান হোসেন ওরফে সাদীর (২৩) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ এই আদেশ দেন। এর আগে নগরের বাকলিয়া থানার মামলায় তিনি গ্রেপ্তার হন। 

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ১৯ মে সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী সদরের বাস টার্মিনাল থেকে সাদীকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁর কাছ থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছদ্মনামে জঙ্গি কার্যক্রম পরিচালনার তথ্য পেয়েছে র‍্যাব। এ ছাড়া হোয়াটসঅ্যাপে জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জঙ্গি কার্যক্রম চালানোর প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব।

এ বছরের ২৬ জানুয়ারি রংপুরের র‍্যাব-১৩ এর একটি দল চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার থেকে আনসার আল ইসলামের সদস্য মো. শাহেদকে একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সঙ্গে থাকা ৪/৫ জন পালিয়ে যান। শাহদের কাছ থেকে র‍্যাব জঙ্গি কার্যক্রমের বইপত্র ও একাধিক ডিভাইস উদ্ধার করে। এ ঘটনায় এ বছর ২৭ জানুয়ারি নগরের বাকিলিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। শাহেদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ মে সাদীকে হাটহাজারী থেকে গ্রেপ্তার করে র‍্যাব। 

মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাব-৭ এর এস আই শামসুল হক সরকার আসামির তিন দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি সাদী খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার গুমতি এলাকার জসিম উদ্দিনের ছেলে।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি