হোম > অপরাধ > ঢাকা

গাজীপুর থেকে ছিনতাই ১৭টি গরু–মহিষ খামার থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিনিধি

গাজীপুর: গাজীপুর থেকে ছিনতাই হওয়া ১৫টি গরু ও দুটি মহিষ একটি খামার থেকে উদ্ধার করেছে গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় দুই খামার মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। এর আগে সকালেই কালিয়াকৈর থানায় একটি মামলা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ডিএমপি তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকার আরব আলীর ছেলে আবুল কাশেম (৪৩) ও জামালপুর সদর উপজেলার নান্দিনা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মনির হোসেন (২৫)।

পুলিশ সুপার জানান, গতকাল সোমবার ভোরের দিকে রাজশাহী সিটিহাট এলাকা থেকে মনির হোসেন নামে এক ব্যবসায়ী ট্রাকে করে ১৬টি গরু ও দুটি মহিষ মুন্সিগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাসে করে সাত-আট জন ডাকাত ট্রাকের সামনে দাঁড়ায় এবং ডিবি পুলিশ পরিচয়ে তাঁদের মারধর করে। পরে হাত-পা বেঁধে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় সড়কের পাশে ফেলে রেখে গরু-মহিষ বোঝাই ট্রাকটি নিয়ে চলে যায়।

পুলিশ সুপার আরও জানান, খবর পেয়ে গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান শুরু করে। পরে প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন সোর্সের তথ্যের ভিত্তিতে দিয়াবাড়িতে আবুল কাশেমের গরুর খামারে অভিযান চালায়। সেখান থেকে ছিনতাইয়ের ১৫টি গরু ও দুটি মহিষ উদ্ধার করা হয়। ছিনতাই হওয়া ১৬টি গরুর মধ্যে একটি মারা গেছে। এ সময় ওই খামারের মালিক আবুল কাসেম ও মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ঈদুল আজহা উপলক্ষে গরু চুরি ও ডাকাতি রোধে জেলায় সড়ক-মহাসড়কগুলোতে টহল বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হচ্ছে। গাজীপুর জেলার সঙ্গে যুক্ত অন্য জেলাগুলোর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। এ ছাড়া যেসব খামারি চোরাই ও ডাকাতি করা গরু কিনে থাকেন তাদের ওপর নজরদারি বাড়ানো হচ্ছে বলেও জানান পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী শেখ, মো. আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আল মামুন ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন।

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু