হোম > অপরাধ > ঢাকা

টাকা ভাগাভাগি নিয়ে ঢাবিতে হিজড়াদের দুপক্ষের মারামারি

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে হাতিরপুল এলাকার হিজড়া গ্রুপ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার হিজড়া গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মারামারি থামাতে গিয়ে হিজড়াদের হামলায় সাদমান সাকিব নামের এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ছাড়া উভয় পক্ষের চারজন হিজড়া আহত হয়েছেন।

সাদমান সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলীর ছেলে বলে জানা গেছে। 

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হিজড়াদের দুই গ্রুপই শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পূর্ব পাশের গেটে দুই দল হিজড়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হয়। পরে নিজেরা মারামারিতে লিপ্ত হলে দুই হিজড়া গ্রুপের মাঝে পড়েন পথচারী সাদমান সাকিব। হিজড়াদের একটি গ্রুপ তাঁকে ব্যাপক মারধর করে। তাঁকে মারতে মারতে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার সময় রোকেয়া হলের বিপরীতে কেন্দ্রীয় লাইব্রেরির গেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উদ্ধার করে। হিজড়ারা তাঁর মাথায় এবং নাকে ব্যাপক আঘাত করে। পরে আহত সাদমানকে শিক্ষার্থী ও প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় শাহবাগ থানা-পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আহত সাদমান সাকিব জানান, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে হোসনি দালান এলাকায় থাকি। কয়েকজন হিজড়াকে আগে থেকে চিনি। কেন্দ্রীয় মসজিদের পাশে হিজড়াদের টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপে ঝগড়া লাগলে আমি তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করি। উল্টো হিজড়ারা আমাকে আঘাত করতে থাকে। আঘাত করতে করতে আধুনিক ভাষা ইনস্টিটিউটের পাশে পর্যন্ত নিয়ে আসে। এ সময় হিজড়া হাবিবা, আনিকা, মুন্নি, মুক্তাসহ কয়েকজন আমাকে মারধর করে। ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে উদ্ধার করে। আমার কপালে তিনটা ও মাথায় একটা সেলাই করা হয়েছে।’ 

জানা যায়, হামলায় হাতিরপুল হিজড়া গ্রুপের রুবি, শিহান, রানী, শিউলি, ও সাদিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিজড়া গ্রুপের মুক্তা, পিটু, রিয়া, হাবিবা, আনিকা, মুনমুন ও মুন্নির মধ্যে এ মারামারি হয়। 

শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, হিজড়াদের দুই গ্রুপই লিখিত অভিযোগ দায়ের করেছে। আমরা বিষয়টি বিবেচনায় রাখবো। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ঘটনার ব্যাপারে শুনেছি। একজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দিয়েছি এবং ঘটনার বিষয়ে শাহবাগ থানায় মামলা দিতে বলেছি। বিশ্ববিদ্যালয় এলাকায় যেন তাঁরা আর কখনো না আসে তাঁর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ প্রশাসনকে জানিয়েছি।’

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট