হোম > অপরাধ > ঢাকা

মাজারে অসামাজিক কাজে বাধা দেওয়ায় হত্যা করা হয় খাদেমকে: পুলিশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে ইট দিয়ে মাথা থেঁতলে মাজারের খাদেমকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। মাজারে অসামাজিক কাজে বাধা দেওয়ায় খাদেমকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অবস) মোহাম্মদ আল আমিন হোসাইন গ্রেপ্তার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ পশ্চিমপাড়া এলাকার মৃত গনি মিয়ার ছেলে ফজলুর রহমান ওরফে কডু পাগলা (৫৫), একই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে রুস্তম ওরফে রোমান (৩৫), মৃত হাসান আলীর ছেলে মো. মাঈন উদ্দিন (৪৭) ও নরসিংদী জেলার বেলাব উপজেলার দুলালকান্দি পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে আবুল হোসেন (৫০)।

নিহত রজব আলী বেলাব উপজেলার দুলালকান্দ ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে এবং পোড়া শাহ পাগলার মাজারের খাদেম।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল আমিন হোসাইন বলেন, রজব আলী এক মাজারভক্ত লোক ছিলেন। এক সময় তিনি জুতার ব্যবসা করতেন। মাজার কর্তৃপক্ষ তাঁকে মাজারে চাবি দিয়ে রেখেছেন। তিনি মাজারে সার্বিক বিষয়ে তদারকি করতেন এবং মাজারেই রাত্রি যাপন করতেন। নিহতের পরিবার সিলেটের মেন্দিবাগ এলাকায় বসবাস করেন। রজব আলী ভৈরব থেকে সিলেটে পরিবারের কাছে মাঝেমধ্যে গিয়ে থাকতেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ফজলুর রহমান, রুস্তম ওরফে রোমান, আবুল হোসেন, এরশাদ ও মাঈন উদ্দিন মাজারে এসে প্রায় অসামাজিক কাজ করতেন। রজব আলী তাঁদের অসামাজিক কাজে বাধা দিতেন। তাই আসামিরা রজব আলীর ওপর ক্ষিপ্ত ছিলেন। গত শনিবার রাত তিনটার দিকে রজব আলীর সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি করে। একপর্যায়ে আসামিদের হাতে থাকা ইট দিয়ে রজব আলীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় নিহতের ছেলে মো. জাহিদুল ইসলাম ওরফে বাদী হয়ে গতকাল রোববার রাতে ওই পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আজ সকালে চার আসামিকে ভৈরব ও নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ