হোম > অপরাধ > ঢাকা

যৌতুকের লোভে ৪ বিয়ে, না পেয়ে চতুর্থ স্ত্রীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিয়ের পরে স্ত্রীদের কাছ থেকে আদায় করতেন যৌতুক। আর এভাবে গত ১১ বছরে চারটি বিয়ে করেন শফিকুল ইসলাম (৩২)। যৌতুকের দাবিতে প্রত্যেক স্ত্রীকে মারধর ও মানসিক নির্যাতন করতেন তিনি। সর্বশেষ চতুর্থ বিয়ে করেন ২০২০ সালে সাতক্ষীরার রোজিনা বেগমকে (৩৩)। যৌতুক নিয়ে কলহের জেরে পূর্ব পরিকল্পিতভাবে রোজিনাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর আত্মগোপনে যান। 

সাতক্ষীরার কালিগঞ্জে শ্বাসরোধে গৃহবধূকে হত্যা ও যৌতুকের দাবিতে মারপিট করার দায়ে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

আজ সোমবার দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।

এর আগে, এলআইসির একটি চৌকস টিম অভিযান চালিয়ে গতকাল রোববার রাতে সিএমপির আকবর শাহ থানা এলাকা থেকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। 

সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গত ১৫ মে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন চরদাহ সাকিনস্থ জনৈক ছবিলার রহমানের ভাড়া করা বাসার তালাবদ্ধ ঘরে রোজিনা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর সিআইডি ছায়া তদন্ত শুরু করে। তথ্য বিশ্লেষণ করে শফিকুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়া যায়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল হত্যার কথা স্বীকার করে সিআইডিকে জানিয়েছেন, যৌতুকের লোভে এ পর্যন্ত তিনি চারটি বিয়ে করেছেন। প্রথম বিয়ে ২০০৯ সালে নিজ এলাকার কোহিনুর খাতুনকে। এ সংসার মাত্র দুই মাস স্থায়ী হয়। দ্বিতীয় বিয়ে ২০১১ সালে একই উপজেলার ফুলবাড়ী এলাকার শাহিদা খাতুনকে। এ সংসারের স্থায়ীত্ব ছিল এক বছর দুই মাস। তাঁদের জান্নাতি (৯) নামে একটি সন্তান রয়েছে। তৃতীয় বিয়ে ২০১৪ সালে। চট্টগ্রামের ফয়েজ লেক এলাকায় ড্রাইভিং পেশায় নিয়োজিত থাকাকালে রাশেদা বেগমকে বিয়ে করেন। তাঁদের খাদিজা আক্তার সুমাইয়া (৭) নামে একটি সন্তান রয়েছে। 

এ সংসার বর্তমান থাকাবস্থায় ২০২০ সালে চতুর্থ বিয়ে করেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার রোজিনা বেগমকে (৩৩)। তাঁদের সংসারে এখনো কোনো সন্তান হয়নি। 

বিশেষ পুলিশ সুপার আরও বলেন, প্রায় এক বছর ছয় মাস আগে নিজেদের পছন্দে বিয়ে করেন তাঁরা। এরপর শফিকুল ইসলাম কালিগঞ্জ থানা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। ভ্যান চালিয়ে সংসার চালাতেন। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রোজিনাকে নির্যাতন করতেন। 

মুক্তা ধর বলেন, গত ১৪ মে বিকেলে যৌতুকের দাবিতে রোজিনাকে মারপিট করার সংবাদ পেয়ে বাবার বাড়ির লোকজন গিয়ে ১ লাখ টাকা দিতে রাজি হয়। কিন্তু সেদিন রাত সাড়ে ১১টার দিকে শফিকুল ইসলাম ও রোজিনার মধ্যে আবার কথা কাটাকাটি হয়। পরে পূর্ব পরিকল্পিতভাবে রোজিনাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান শফিকুল। 

যৌতুক সম্পর্কিত খবর পড়তে - এখানে ক্লিক করুন

এর আগের তিন স্ত্রীকেই যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে বিভিন্ন অংকের টাকা আদায় করার কথা স্বীকার করেছেন শফিকুল।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ