হোম > অপরাধ > ঢাকা

যৌতুকের লোভে ৪ বিয়ে, না পেয়ে চতুর্থ স্ত্রীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিয়ের পরে স্ত্রীদের কাছ থেকে আদায় করতেন যৌতুক। আর এভাবে গত ১১ বছরে চারটি বিয়ে করেন শফিকুল ইসলাম (৩২)। যৌতুকের দাবিতে প্রত্যেক স্ত্রীকে মারধর ও মানসিক নির্যাতন করতেন তিনি। সর্বশেষ চতুর্থ বিয়ে করেন ২০২০ সালে সাতক্ষীরার রোজিনা বেগমকে (৩৩)। যৌতুক নিয়ে কলহের জেরে পূর্ব পরিকল্পিতভাবে রোজিনাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর আত্মগোপনে যান। 

সাতক্ষীরার কালিগঞ্জে শ্বাসরোধে গৃহবধূকে হত্যা ও যৌতুকের দাবিতে মারপিট করার দায়ে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

আজ সোমবার দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।

এর আগে, এলআইসির একটি চৌকস টিম অভিযান চালিয়ে গতকাল রোববার রাতে সিএমপির আকবর শাহ থানা এলাকা থেকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। 

সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গত ১৫ মে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন চরদাহ সাকিনস্থ জনৈক ছবিলার রহমানের ভাড়া করা বাসার তালাবদ্ধ ঘরে রোজিনা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর সিআইডি ছায়া তদন্ত শুরু করে। তথ্য বিশ্লেষণ করে শফিকুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়া যায়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল হত্যার কথা স্বীকার করে সিআইডিকে জানিয়েছেন, যৌতুকের লোভে এ পর্যন্ত তিনি চারটি বিয়ে করেছেন। প্রথম বিয়ে ২০০৯ সালে নিজ এলাকার কোহিনুর খাতুনকে। এ সংসার মাত্র দুই মাস স্থায়ী হয়। দ্বিতীয় বিয়ে ২০১১ সালে একই উপজেলার ফুলবাড়ী এলাকার শাহিদা খাতুনকে। এ সংসারের স্থায়ীত্ব ছিল এক বছর দুই মাস। তাঁদের জান্নাতি (৯) নামে একটি সন্তান রয়েছে। তৃতীয় বিয়ে ২০১৪ সালে। চট্টগ্রামের ফয়েজ লেক এলাকায় ড্রাইভিং পেশায় নিয়োজিত থাকাকালে রাশেদা বেগমকে বিয়ে করেন। তাঁদের খাদিজা আক্তার সুমাইয়া (৭) নামে একটি সন্তান রয়েছে। 

এ সংসার বর্তমান থাকাবস্থায় ২০২০ সালে চতুর্থ বিয়ে করেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার রোজিনা বেগমকে (৩৩)। তাঁদের সংসারে এখনো কোনো সন্তান হয়নি। 

বিশেষ পুলিশ সুপার আরও বলেন, প্রায় এক বছর ছয় মাস আগে নিজেদের পছন্দে বিয়ে করেন তাঁরা। এরপর শফিকুল ইসলাম কালিগঞ্জ থানা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। ভ্যান চালিয়ে সংসার চালাতেন। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রোজিনাকে নির্যাতন করতেন। 

মুক্তা ধর বলেন, গত ১৪ মে বিকেলে যৌতুকের দাবিতে রোজিনাকে মারপিট করার সংবাদ পেয়ে বাবার বাড়ির লোকজন গিয়ে ১ লাখ টাকা দিতে রাজি হয়। কিন্তু সেদিন রাত সাড়ে ১১টার দিকে শফিকুল ইসলাম ও রোজিনার মধ্যে আবার কথা কাটাকাটি হয়। পরে পূর্ব পরিকল্পিতভাবে রোজিনাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান শফিকুল। 

যৌতুক সম্পর্কিত খবর পড়তে - এখানে ক্লিক করুন

এর আগের তিন স্ত্রীকেই যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে বিভিন্ন অংকের টাকা আদায় করার কথা স্বীকার করেছেন শফিকুল।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন