হোম > অপরাধ > ঢাকা

উত্তরায় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় ইয়াবাসহ মো. আইয়ুব নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গতকাল বুধবার রাত ৮টার দিকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, গতকাল বুধবার রাত ৮টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের আব্দুল্লাহপুর চেকপোস্ট থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই মাদক ব্যবসায়ীকে আজ সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

আজ দুপুরে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আব্দুল্লাহপুরে চেকপোস্ট পরিচালনাকালে ৯০০ পিস ইয়াবাসহ আইয়ুব নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে উত্তরা এলাকায় মাদক ব্যবসা করছিল। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট