হোম > অপরাধ > ঢাকা

স্ত্রী-সন্তান রেখে হিজড়া সেজে চাঁদাবাজি, গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হিজড়া সেজে চাঁদাবাজি করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই পুরুষ। তাঁদের কারও স্ত্রী-সন্তানও রয়েছে। হিজড়া সেজে যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি করেন বলে জানিয়েছে পুলিশ। 

আজ শনিবার বিকেলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ৯ কথিত হিজড়াকে গ্রেপ্তার করার বিষয়টি জানান। তাঁদের আজ দুপুরে মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. হোসেন ওরফে শিলা হিজড়া (২৭), মো. হৃদয় ওরফে পিয়া হিজড়া (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া (২১), মো. সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া (২৭), মো. ইয়াহিয়া ওরফে মৌরি হিজড়া (৩০), মো. নয়ন ওরফে নিশি হিজড়া (২০), মো. বেলাল ওরফে কেয়া হিজড়া (২৮) এবং মো. মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া (২০)। 

ওসি জানান, তাঁরা দীর্ঘদিন ধরেই হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন। জনৈক পাপ্পু হিজড়া তাঁদের গুরুমাতা। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাঁদের ঢাকায় আনেন এবং হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে প্রতিজনকে দেন দৈনিক ৬০০ টাকা। তাঁদের কারও বাড়ি লক্ষ্মীপুর, কারও বাড়ি সিরাজগঞ্জ, কারও বাড়ি পাবনা, কাউকে আবার আনা হয়েছে ময়মনসিংহ থেকে। তাঁদের কয়েকজন বিবাহিত এবং স্ত্রী-সন্তানও আছে। 

আজ দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করেন তাঁরা। তিনি দিতে অস্বীকৃতি জানালে জোর করে ২০০ টাকা কেড়ে নেন। পরে ভুক্তভোগী ৯৯৯-এ ফোনকল করলে মিরপুর মডেল থানা-পুলিশের একটি দল অভিযুক্তদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট