হোম > অপরাধ > ঢাকা

টাঙ্গাইলের সেই স্কুলের শ্রেণিকক্ষ থেকে পুলিশ ক্যাম্প সরানো হলেও মাঠ মেলার দখলে 

নিজস্ব প্রতিবেদক, সাভার

টাঙ্গাইলের রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে পুলিশ ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে স্থানীয় প্রশাসন শ্রেণিকক্ষ থেকে পুলিশ ক্যাম্প সরিয়ে নেয়। তবে বিদ্যালয়ের মাঠে মেলা উপলক্ষে দোকানপাট রয়েছে আগের মতোই। 

শিক্ষকেরা জানান, আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে তাঁরা নিচতলা ও দ্বিতীয় তলার দুটি শ্রেণিকক্ষ ফাঁকা পান। শ্রেণিকক্ষ দুটি ফাঁকা পেয়ে তাঁরা উপস্থিত শিক্ষার্থীদের পাঠদান শুরু করেন। 

বিদ্যালয়সংলগ্ন মাজারে ওরসকে কেন্দ্র করে আয়োজিত মেলার কারণে বিদ্যালয়টিতে গত রোববার ও সোমবার পাঠদান বন্ধ ছিল। মেলার আয়োজকেরা বিদ্যালয়ের পাঁচটি শ্রেণিকক্ষের মধ্যে একটি ব্যবহার করছিলেন অস্থায়ী পুলিশ ক্যাম্প হিসেবে। আর অপরটি ব্যবহার হচ্ছিল মেলায় আসা অতিথিদের আপ্যায়নের কাজে। গত শুক্রবার থেকে এই মেলা শুরু হয়। মেলা এখনো চলছে। 

স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘মেলা শুরু হওয়ার পর থেকে আমি কোনো বছরই মেলা চলাকালীন মাজারসংলগ্ন প্রাথমিক বিদ্যালয়টিতে পাঠদান চালু রাখতে দেখিনি। এক দিনের জন্য হলেও এবার ব্যতিক্রম দেখলাম।’ 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে গতকাল রাতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে পুলিশ ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছে। যে কক্ষটিতে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল, সেটিও ছেড়ে দিয়েছে। এর ফলে আজ থেকে যথারীতি বিদ্যালয়ের কার্যক্রম চলেছে। তব শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল কম, শতকরা ৩০ থেকে ৪০ ভাগের বেশি নয়।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছে আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’