হোম > অপরাধ > ঢাকা

টাঙ্গাইলের সেই স্কুলের শ্রেণিকক্ষ থেকে পুলিশ ক্যাম্প সরানো হলেও মাঠ মেলার দখলে 

নিজস্ব প্রতিবেদক, সাভার

টাঙ্গাইলের রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে পুলিশ ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে স্থানীয় প্রশাসন শ্রেণিকক্ষ থেকে পুলিশ ক্যাম্প সরিয়ে নেয়। তবে বিদ্যালয়ের মাঠে মেলা উপলক্ষে দোকানপাট রয়েছে আগের মতোই। 

শিক্ষকেরা জানান, আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে তাঁরা নিচতলা ও দ্বিতীয় তলার দুটি শ্রেণিকক্ষ ফাঁকা পান। শ্রেণিকক্ষ দুটি ফাঁকা পেয়ে তাঁরা উপস্থিত শিক্ষার্থীদের পাঠদান শুরু করেন। 

বিদ্যালয়সংলগ্ন মাজারে ওরসকে কেন্দ্র করে আয়োজিত মেলার কারণে বিদ্যালয়টিতে গত রোববার ও সোমবার পাঠদান বন্ধ ছিল। মেলার আয়োজকেরা বিদ্যালয়ের পাঁচটি শ্রেণিকক্ষের মধ্যে একটি ব্যবহার করছিলেন অস্থায়ী পুলিশ ক্যাম্প হিসেবে। আর অপরটি ব্যবহার হচ্ছিল মেলায় আসা অতিথিদের আপ্যায়নের কাজে। গত শুক্রবার থেকে এই মেলা শুরু হয়। মেলা এখনো চলছে। 

স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘মেলা শুরু হওয়ার পর থেকে আমি কোনো বছরই মেলা চলাকালীন মাজারসংলগ্ন প্রাথমিক বিদ্যালয়টিতে পাঠদান চালু রাখতে দেখিনি। এক দিনের জন্য হলেও এবার ব্যতিক্রম দেখলাম।’ 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে গতকাল রাতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে পুলিশ ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছে। যে কক্ষটিতে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল, সেটিও ছেড়ে দিয়েছে। এর ফলে আজ থেকে যথারীতি বিদ্যালয়ের কার্যক্রম চলেছে। তব শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল কম, শতকরা ৩০ থেকে ৪০ ভাগের বেশি নয়।

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের