হোম > অপরাধ > ঢাকা

দোহারে ৮০ মণ জাটকাসহ ৭ জেলে আটক

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে ৮০ মণ জাটকা ইলিশসহ সাত জেলেকে আটক করেছে দোহারের কুতুবপুর নৌ-পুলিশ। আজ রোববার ভোরে কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে বাহ্রাঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল আলমের উপস্থিতিতে স্থানীয় নারায়ণপুর মাদ্রাসা, শিলাকোঠা মাদ্রাসা, আশরাফুল মাদ্রাসা, পূর্ব শিলাকোঠা মাদ্রাসা, বাহ্রা মাদ্রাসাসহ স্থানীয় গরিব ও হতদরিদ্রের মাঝে লাইনে দাঁড় করিয়ে মাছগুলো বিতরণ করা হয়েছে। 

এ বিষয়ে কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জহুরুল ইসলাম বলেন, ‘আমরা গোপন সূত্রে জানতে পারি, মাওয়া-সুরেশ্বর থেকে দোহারের পদ্মা নদী দিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ নিয়ে দুটি মাছ ধরার ট্রলার পাবনার বেড়া বাজারের উদ্দেশে যাচ্ছে। যাওয়ার পথে দোহার উপজেলাধীন বাহ্রাঘাট এলাকার সামান্য দূর থেকে তাদের আটক করা হয়। আটক ট্রলার থেকে পলিথিন দিয়ে ঢাকা ৩৩টি কর্কশিটে আনুমানিক ৩ হাজার ২০০ কেজি ছোট জাটকা ইলিশ জব্দ ও সাত জেলেকে হাতেনাতে আটক করি।’ 

আটককৃতরা হলেন পাবনা জেলার আমিনপুর থানার মৃত শাহাবুদ্দিন মণ্ডলের ছেলে গফুর মণ্ডল (৩৯), পাবনা জেলার আমিনপুর থানার মৃত মো. তোফাজ্জল মণ্ডলের ছেলে পিয়ার আলী (২৯), পাবনা জেলার আমিনপুর থানার মো. দুলাল ফকিরের ছেলে মো. মান্নান ফকির (৩৭), পাবনা জেলার আমিনপুর থানার পলাই সরদারের ছেলে বজলু সরদার (৩৭), পাবনা জেলার আমিনপুর থানার মৃত পকেল মণ্ডলের ছেলে শাহীন মণ্ডল (২৯), পাবনা জেলার আমিনপুর থানার মৃত সবুরের ছেলে মো. বাদশা মিয়া (৩৭) ও পাবনা জেলার আমিনপুর থানার মৃত রহম মোল্লার ছেলে মো. সাইফুল (২৭)। 

দোহার নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম আরও বলেন, ‘এএসআই মোখলেছুর রহমান, এএসআই রুবেল মোল্লাসহ সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে জাটকা ইলিশ ও দুটি মাছ ধরার নৌকাসহ সাত জেলেকে আটক করতে সক্ষম হয়েছি। আমাদের এই অভিযান আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। আসামিদের বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সুরক্ষা আইনের ১৯৫০ সালের ৫ (১) ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি