হোম > অপরাধ > ঢাকা

গোসাইরহাটে ২০ লাখ টাকার ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, গ্রেপ্তার ১ 

প্রতিনিধি, গোসাইরহাট (শরীয়তপুর)

শরীয়তপুরের গোসাইরহাটে অবৈধ কারেন্ট জাল বিক্রি ও মজুতের দায়ে সুমন সাহা (৩৬) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত সুমন সাহা উপজেলার দাসের জঙ্গল এলাকার দিলীপ সাহার ছেলে। 

জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে অবৈধ কারেন্ট জাল বিক্রি করে আসছিলেন দাশের জঙ্গল বাজারের কতিপয় ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার অবৈধ কারেন্ট জাল বিক্রির সংবাদ পেয়ে উপজেলার দাশের জঙ্গল বাজারের ৫টি দোকান ও গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ৩টি গোডাউন থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০০ পিস চায়না চ্যাঁই জব্দ করা হয়। ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমন সাহাকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে সন্ধ্যায় জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানের বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, গতকাল বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দাশের জঙ্গল বাজারের ৫টি গোডাউনে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমন সাহাকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক