হোম > অপরাধ > ঢাকা

গোসাইরহাটে ২০ লাখ টাকার ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, গ্রেপ্তার ১ 

প্রতিনিধি, গোসাইরহাট (শরীয়তপুর)

শরীয়তপুরের গোসাইরহাটে অবৈধ কারেন্ট জাল বিক্রি ও মজুতের দায়ে সুমন সাহা (৩৬) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত সুমন সাহা উপজেলার দাসের জঙ্গল এলাকার দিলীপ সাহার ছেলে। 

জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে অবৈধ কারেন্ট জাল বিক্রি করে আসছিলেন দাশের জঙ্গল বাজারের কতিপয় ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার অবৈধ কারেন্ট জাল বিক্রির সংবাদ পেয়ে উপজেলার দাশের জঙ্গল বাজারের ৫টি দোকান ও গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ৩টি গোডাউন থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০০ পিস চায়না চ্যাঁই জব্দ করা হয়। ঘটনার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমন সাহাকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে সন্ধ্যায় জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানের বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, গতকাল বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দাশের জঙ্গল বাজারের ৫টি গোডাউনে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুমন সাহাকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা