হোম > অপরাধ > ঢাকা

ছিলেন পুলিশ মেসের ওয়েটার, গোয়েন্দা সেজে করতেন ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ইস্কাটন রোডে পুলিশ অফিসার্স মেসে ওয়েটার হিসেবে কাজ করতেন তাঁরা। সেখানেই পুলিশ কর্মকর্তাদের কাজের ধরন সম্পর্কে ভালোভাবে ধারণা নেন। পরে সেই জানাবোঝা কাজে লাগিয়েই গোয়েন্দা পুলিশ সেজে ডাকাতি করে বেড়াতেন তাঁরা। তৈরি করেন নিজেদের একটি চক্র। গাজীপুরের পুবাইল থেকে সংঘবদ্ধ ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানতে পেরেছে র‍্যাব। 

আজ বুধবার গাজীপুরের পুবাইল থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির চেষ্টার সময়ে সংঘবদ্ধ ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় নকল ডিবি জ্যাকেট, ওয়াকিটকি সেট, হ্যান্ডকাফ ও পুলিশের পোশাক উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আব্দুল মান্নান মিয়া (৪৭), জুলফিকার আলী বাবু (৩৫), লুৎফর রহমান আশিক (২৫), সাইফুল ইসলাম (১৯)। 

র‍্যাব-১ এর সহকারী মিডিয়া কর্মকর্তা এএসপি নোমান আহমদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের পুবাইল থানার মীরেরবাজার তালটিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, পুলিশ ইউনিফর্মের চারটি শার্ট ও তিনটি প্যান্ট, চারটি ডিবি জ্যাকেট, পুলিশ ইউনিফর্মের দুটি কটি, রেইনকোট, তিনটি ক্যাপ, বেল্ট, বুট জুতা, দুটি ম্যাগজিন পাউচ, হ্যান্ডকাফ, লাইট, একটি ওয়াকি-টকি সেট, একটি বুলেট প্রুফ জ্যাকেট, একটি সিআইডি নোটবুক, হাতঘড়ি, তিনটি মানিব্যাগ, নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার চক্রের সদস্যদের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, তাঁরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। চক্রের সদস্যরা ডিবি পরিচয়ে দীর্ঘদিন ধরে গাজীপুর, টঙ্গীসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ সর্বস্ব ডাকাতি করে নিয়ে যায়। এই চক্রের সদস্যরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন টার্গেট ঠিক করে নির্জনে বা বাসায় ডিবি পরিচয়ে হানা দিয়ে উদ্ধার বা বাজেয়াপ্তকরণের নামে টাকা ও অন্যান্য মূল্যবান দ্রব্যাদি ছিনিয়ে নিত। 

চক্রের সদস্যরা র‍্যাবকে আরও জানিয়েছে, চক্রের মূল হোতা আব্দুল মান্নান ও জুলফিকার আলী বাবু তিন বছর রাজধানীর ইস্কাটন রোডে পুলিশ অফিসার্স মেসে ওয়েটার হিসেবে কাজ করতেন। সেখানে তাঁরা পুলিশ কর্মকর্তাদের কাজের বিভিন্ন বিষয়ে জানতে পারেন। অর্জিত সেই জ্ঞানই কাজে লাগিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) সেজে ডাকাতি করে আসছিলেন তাঁরা। এই চক্র গত দু বছর ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করে আসছিল। এখন পর্যন্ত ১৫টি ডাকাতির কথা স্বীকার করেছে চক্রের সদস্যরা। এ ছাড়া এই চক্রের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তির নাম পেয়েছে র‍্যাব। 

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে