হোম > অপরাধ > ঢাকা

স্কুলের ৯টি ল্যাপটপ উদ্ধার, সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীসহ আটক ৩ 

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের মাঝবাড়ী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি হওয়া নয়টি ল্যাপটপ উদ্ধার করেছে থানা পুলিশ। সেই সঙ্গে আটক করেছে সেই স্কুলেরই দুই শিক্ষার্থীসহ তিনজনকে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।  

গতকাল বুধবার থেকে আজ বেলা ৩টা পর্যন্ত বালিয়াকান্দির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া ১০টি ল্যাপটপের মধ্যে নয়টি ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম পুলিশ। এই চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিনজনকে আটক করা হয়েছে। 

আটকরা হলো—মাঝবাড়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. আশিকুর রহমান (১৪) ও মো. মনিরুল ইসলাম মনির (১৪)। আশিকুর রহমান নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের আজিম উদ্দিন সরদারের ছেলে ও মনিরুল ইসলাম ঠাকুর নওপাড়া গ্রামের আলা উদ্দিন শেখের ছেলে। আটক অপরজন বড় হিজলী গ্রামের মো. মমিন শেখের ছেলে মো. ইদ্রিস শেখ (১৯। 

বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, ‘বিদ্যালয়ের ল্যাবের ল্যাপটপ চুরির ঘটনায় গত ২৯ আগস্ট থানায় একটি মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের দিক নির্দেশনায় আমার নেতৃত্বে এস আই রাজিবুল ইসলাম, এসআই টিটুল হোসাইন ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে মো. আশিকুর রহমানের কাছ থেকে চারটি ও ইদ্রিস শেখের বাড়ি থেকে পাঁচটি ল্যাপটপ উদ্ধার করতে সক্ষম হই।’ 

মনিরুজ্জামান জানান, কম্পিউটার ল্যাবের দরজার তালা কাটতে যে হ্যাকশ ব্লেড ব্যবহার করা হয়েছিল সেটিও উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট একটি ল্যাপটপ উদ্ধারের তৎপরতা চলছে। জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছে। তাদের আগামীকাল শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন