হোম > অপরাধ > ঢাকা

জঙ্গিমুক্ত দেশ চায় সালাউদ্দিনের পরিবার: রেমকিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত তৎকালীন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনের স্ত্রী রেমকিন বলেছেন, পুলিশের চেষ্টায় দেশ এখন নিয়ন্ত্রণে আছে। সালাউদ্দিনের পরিবার জঙ্গিমুক্ত দেশ চায়।

গুলশান পুরোনো থানার সামনে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে তৈরি ভাস্কর্যের সামনে শ্রদ্ধা জ্ঞাপন শেষে আজ শুক্রবার দুপুরে তিনি এসব কথা বলেন।

ওসি সালাউদ্দিনের স্ত্রী বলেন, ‘মৃত্যুবার্ষিকী বলে আমরা তাঁকে স্মরণ করছি, তা না। যেদিন থেকে সালাউদ্দিন আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, সেদিন থেকে একই রকমভাবে সালাউদ্দিনকে মিস করি। কখনো একদিন, এক ঘণ্টা কিংবা এক সেকেন্ডের জন্যও তাঁকে আমরা ভুলতে পারি না। দিনরাত আমাদের চিন্তার মধ্যে একইভাবে আমার স্বামী আছেন।’

রেমকিন আরও বলেন, ‘শুধু একটা বিষয় ভেবেই শান্তি পাই যে, দেশের মানুষের জন্য তাঁরা জীবন দিয়েছেন। এখানে পুলিশ ভাইদের অবদান আপনারা দেখেছেন। আমার স্বামী দেশের জন্য মারা যাওয়ার পরে দেশে জঙ্গি হামলা, জঙ্গিদের সবকিছু দেশের মানুষের ক্ষতি হয়ে আসছিল, সেই জায়গাগুলো পুলিশ ভাইয়েরা হ্যান্ডেল করেছে। দেশ এখন জঙ্গিমুক্ত বলা যায়। এমন হামলার কোনো খবর শুনতে পাইনি। তারপরও আমাদের দেশের পুলিশ কাজ করছে। জঙ্গিমুক্ত দেশ সালাউদ্দিনের পরিবার চায়, দেশের মানুষও চাইবে বলে আমি মনে করি। আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন। আমার দুই বাচ্চার জন্য দোয়া করবেন। তারা যেন মানুষ হিসেবে গড়ে ওঠে।’

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন