হোম > অপরাধ > ঢাকা

১০ হাজার মাদক কারবারির তালিকা করেছে মাদকদ্রব্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে ১০ হাজার মাদক চোরাকারবারির তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সবুর মণ্ডল। তিনি বলেছেন, ‘এই তালিকা যাচাই বাছাই করা হচ্ছে। এরপর তালিকা ধরে ধরে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

আজ সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে মাদকদ্রব্যে অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার সমন্বিত কর্মপরিকল্পনায় প্রণয়নে এক কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও মাদকের ভয়াবহ থাবায় পড়েছে। দেশের সীমান্তবর্তী দুই দেশ থেকে এই মাদকদ্রব্যগুলো দেশে প্রবেশ করছে। যার মধ্যে ইয়াবা, ফেনসিডিল, গাঁজার পরিমাণ সবচেয়ে বেশি। দেশের মাদকসেবী ৬০ / ৭০ লাখ হলেও চোরাচালান করছে ১০ হাজার ব্যক্তি। তাঁদের ধরতে তালিকা প্রস্তুত করা হয়েছে।’ 

আব্দুস সবুর মণ্ডল বলেন, ‘কক্সবাজার পরে শহর বা জেলা হিসেবে ঢাকায় মাদক চোরা চালন বেশি হয়। এখানে কারবারির সংখ্যাও বেশি। ডিএনসির তথ্য অনুযায়ী ২০২১ সালে অনন্ত ৬২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এ শহর থেকে।’ তবে মাদকদ্রব্য অধিদপ্তরের ডিজির দাবি, যা উদ্ধার হয়েছে তার চেয়ে কয়েকগুণ বেশি মাদক রয়েছে এ বিভাগে। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসকেরা। 

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব