হোম > অপরাধ > ঢাকা

১০ হাজার মাদক কারবারির তালিকা করেছে মাদকদ্রব্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশে ১০ হাজার মাদক চোরাকারবারির তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সবুর মণ্ডল। তিনি বলেছেন, ‘এই তালিকা যাচাই বাছাই করা হচ্ছে। এরপর তালিকা ধরে ধরে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

আজ সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে মাদকদ্রব্যে অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার সমন্বিত কর্মপরিকল্পনায় প্রণয়নে এক কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও মাদকের ভয়াবহ থাবায় পড়েছে। দেশের সীমান্তবর্তী দুই দেশ থেকে এই মাদকদ্রব্যগুলো দেশে প্রবেশ করছে। যার মধ্যে ইয়াবা, ফেনসিডিল, গাঁজার পরিমাণ সবচেয়ে বেশি। দেশের মাদকসেবী ৬০ / ৭০ লাখ হলেও চোরাচালান করছে ১০ হাজার ব্যক্তি। তাঁদের ধরতে তালিকা প্রস্তুত করা হয়েছে।’ 

আব্দুস সবুর মণ্ডল বলেন, ‘কক্সবাজার পরে শহর বা জেলা হিসেবে ঢাকায় মাদক চোরা চালন বেশি হয়। এখানে কারবারির সংখ্যাও বেশি। ডিএনসির তথ্য অনুযায়ী ২০২১ সালে অনন্ত ৬২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এ শহর থেকে।’ তবে মাদকদ্রব্য অধিদপ্তরের ডিজির দাবি, যা উদ্ধার হয়েছে তার চেয়ে কয়েকগুণ বেশি মাদক রয়েছে এ বিভাগে। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসকেরা। 

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ