হোম > অপরাধ > ঢাকা

মধুপুরে শ্বশুর সমন্ধির পিটুনিতে জামাতা মৃত্যুর অভিযোগ

মধুপুর প্রতিনিধি

শ্বশুর ও সমন্ধির পিটুনিতে হুরমুজ আলী (৩০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পীরগাছা রাবার বাগানের মুজুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা বলছে, নিহত হুরমুজ আলী বেরীবাইদ ইউনিয়নের বেরীবাইদ গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। বাবার সঙ্গে মায়ের বিচ্ছেদের পর থেকে হুরমুজ আলী মায়ের সঙ্গে পীরগাছা গ্রামে তাঁর নানা বাড়িতে থেকে বড় হয়েছেন। কয়েক বছর আগে রাবার বাগানের ধুম ঘরের পাশে মজুরি পাড়া এলাকার আব্বাস আলীর মেয়ে রুবিনাকে তিনি বিয়ে করেন। সংসার জীবনে হুরমুজ দুই ছেলের বাবা। তাদের মধ্যে কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই এক পর্যায় হুরমুজ আলী তার স্ত্রী রুবিনাকে মৌখিক তালাক দেন। 
 
সোমবার এ নিয়ে সামাজিক মীমাংসার আলোচনায় শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শ্বশুর আব্বাছ আলী ও সমন্ধি শফিকুলের সঙ্গে হাতাহাতির পর্যায়ে চলে যায়। হুরমুজ শ্বশুর-সমন্ধির আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে হরমুজ আলীর মৃত্যু হয়। 

এ বিষয়ে মধুপুর থানার তদন্ত কর্মকর্তা মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মধুপুর সার্কেলের এএসপি শাহীনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হুরমুজের এক মামা বাদী হয়ে মামলা করবেন বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে মধুপুর থানায় আনা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট