হোম > অপরাধ > ঢাকা

গোয়ালন্দে ‘মানসিক ভারসাম্যহীন’ বৃদ্ধকে কুপিয়ে হত্যা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে তৈয়ব আলী (৭০) নামের এক ‘মানসিক ভারসাম্যহীন’ বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে পুলিশ গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এফকে টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বারান্দা থেকে ওই বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করে। এরপর তৈয়বকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, নিহত তৈয়ব আলী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচন মহল ইউনিয়নের বাসিন্দা। 

স্থানীয় কয়েকজন যুবক জানান, তাঁরা সকাল সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন এসে তাঁদের জানান এফকে টেকনিক্যাল কলেজের বারান্দায় ওই বৃদ্ধ পড়ে আছেন। এরপর তারা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানায়। এর কিছুক্ষণ পর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

যুবকেরা বলেন, প্রায় ১ মাস ধরে ওই বৃদ্ধ কলেজটির বারান্দায় থাকতেন। ওখানেই রাতে ঘুমাতেন। যে যা দিত, তাই খেতেন। তবে তিনি কিছুটা ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন। শারীরিকভাবেও একেবারে দুর্বল ছিলেন। 

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহ মো. শরিফ বলেন, মৃত বৃদ্ধের মাথায়, কপালে ও বুকে ধারালো অস্ত্রের ৩টি গভীর আঘাত রয়েছে। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, বৃদ্ধকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

রাজধানীর লালবাগে প্লাস্টিক গুদামে আগুন নিয়ন্ত্রণে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক কে

নিরাপত্তা শঙ্কা : বেলা ২টায় যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা