মাদারীপুরের শিবচরে লুডু খেলাকে কেন্দ্র করে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ইলিয়াস ঢালী (৩০) নামের একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন।
গতকাল বুধবার বিকালে উপজেলার ডিক্রিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবর ঢালী ও শাহিন মোল্লা নামের দুজন লুডু খেলছিলেন। খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। ওই মারামারির জের ধরে কাদিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বিএম জাহাঙ্গীর হোসেন ও চান মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, সংঘর্ষের পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।