হোম > অপরাধ > ঢাকা

মামলা তুলে না নেওয়ায় বাদীর বাড়িতে হামলা, বাবাকে গলা টিপে হত্যার চেষ্টা 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পূর্ব সনমান্দি গ্রামে মামলা তুলে না নেওয়ায় বাদী মো. সুমনের বাবা সিরাজুল ইসলামকে (৫০) একই গ্রামের মো. মোক্তার (৩০) নামে এক ব্যক্তি গলা টিপে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ রোববার ভুক্তভোগীর স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, জমি দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় আসামিদের বিরুদ্ধে ২০১৯ সালের ৩০ এপ্রিল মামলা করেন সিরাজুল ইসলামের ছেলে সুমন। ওই মামলার প্রধান আসামি মোক্তারের ছোট ভাই মো. জাকির গোপনে বিদেশে পালিয়ে যান। ওই মামলা তুলে না নেওয়ায় গত শুক্রবার রাতে প্রতিবেশী আ. লতিফ (৬০), তাঁর এক ছেলে মোক্তার (৩০) ও তাঁদের সহযোগী সালেহা বেগম (৪৫) ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে পরিকল্পিতভাবে সিরাজুল ইসলামের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালান। এ সময় দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে বাদীর পরিবারের সদস্যদের গুরুতর আহত করা হয়। একপর্যায়ে সিরাজুল ইসলামের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন মোক্তার।

ঘটনার সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসা শেষে আজ সিরাজুল ইসলামের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘মামলার বাদীর পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা