হোম > অপরাধ > ঢাকা

রাজধানীর আদাবরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

ঢামেক (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর আদাবর ১০ নম্বর রোডে বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মিরাজ খান (২০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সারে ৯টার দিকে ঘটনাটি ঘটে। পরে আহতকে অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত মিরাজের চাচা মো. ববি খান জানায়, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায়। মিরাজের বাবার নাম মো. শাহালম খান। গতকাল মিরাজ গ্রাম থেকে তাদের বাসায় আসে। রাতে বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ঘুরতে বের হয় মিরাজ। তখন হঠাৎ দুজন ছিনতাইকারী মিরাজের কাছ থেকে টাকা এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকা ও মোবাইল না দেওয়ায় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে মিরাজের মাথা, হাতে এবং পিঠে ছুরিকাঘাত করে। মিরাজ চিৎকার করলে আশপাশের লোকজন চলে আসলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত সারে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত মিরাজের মাথায়, হাতে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১