হোম > অপরাধ > ঢাকা

সাবেক প্রেমিকাদের আপত্তিকর ভিডিও ছড়িয়ে ধরা ৪ তরুণ

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রেমিকাদের একান্ত ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

সংস্থাটি বলছে, সাবেক প্রেমিকাদের হয়রানি করতে আপত্তিকর বিভিন্ন কনটেন্ট ‘পমপম গ্রুপ’–এর কাছে দিয়েছিলেন তাঁরা। 

আজ বৃহস্পতিবার সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। 

গতকাল বুধবার ঢাকার সাভার, মিরপুর, উত্তরা ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশের একটি দল। 

গ্রেপ্তারকৃতরা হলেন ফাইজুল মল্লিক (২১), আশরাফুল প্রত্যয় (১৯), সাফিন রহমান (১৮) ও তামিম রহমান (২১)। 
 
সিআইডি জানায়, গত ২১ মে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ‘পমপম গ্রুপ’-এর মূল হোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে হাজার হাজার কিশোরী-তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি-ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে অর্থ দাবি করতেন। এ ছাড়া এসব ছবি-ভিডিও বিক্রি করে তাঁরা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। 

পুলিশ কর্মকর্তা আজাদ রহমান বলেন, ‘প্রতিটি ঘটনাতেই আমরা লক্ষ করেছি, অতি অল্প বয়সে অনলাইনের অন্ধকার জগতে ঢুকে পড়েছেন অভিযুক্ত তরুণেরা। বাবা-মায়ের উদাসীনতা এবং অতিরিক্ত আদর-ভালোবাসার সুযোগে কখনো মোবাইল গেমস খেলার আড়ালে, কখনো পড়াশোনার খরচের কথা বলে বিপুল অঙ্কের অর্থ নিয়ে বিপথে পা বাড়িয়েছেন তাঁরা। ভুক্তভোগী মেয়েরা তাদের একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও আদান-প্রদান করে যেমন ভুল করেছে, তার চেয়েও ভয়ানক অপরাধ করেছেন এসব তরুণ। তাঁরা সেসব ছবি টেলিগ্রাম গ্রুপগুলোতে ভাইরাল করেছে। প্রতিটি ঘটনায় ভুক্তভোগীদের কান্না ও অসহায়ত্বই যেন আসামিদের আনন্দের উপলক্ষ তৈরি করেছে!’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক