হোম > অপরাধ > ঢাকা

গাজীপুরে ছুরিকাঘাতে নারী পোশাক কর্মী নিহত, অভিযুক্ত যুবক আটক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ছুরিকাঘাতে এক নারী পোশাক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোর্পদ করেছে। রোববার রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

চান্দনা চৌরাস্তা এলাকায় টিএম ফ্যাশন গার্মেন্টসে কাটিং অপারেটরব হিসেবে কাজ করা এই পোশাক কর্মীর নাম তানজিনা (১৭)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর থানার দক্ষিণ নিয়ামতপুর আদানীর মোড় এলাকার মো. তাজুল ইসলামের মেয়ে। আটক যুবকের নাম মো. ফয়সাল (২৬)। ফয়সাল গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার শহীদুল্লাহর ছেলে। 

স্থানীয়রা জানায়, রোববার রাত ৮টার দিকে কারখানা ছুটির পর ওই নারী পোশাক কর্মী কারখানা থেকে বাসায় ফিরছিলেন। পথে চান্দনা চৌরাস্তা থেকে একটি গলির ভেতর দিয়ে যাওয়ার সময় ওই যুবক তাঁর গতিরোধ করে। পরে তাঁদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে যুবক ছুরিকাঘাত করলে তানজিনা গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান জানান, নিহত পোশাক কর্মী ও আটক যুবক একই কারখানায় কাজ করত। ওই যুবক বিভিন্ন সময় মেয়েটিকে বিরক্ত করত। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে যুবকের চাকরি চলে যায়। ঘটনার সময় এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ওই যুবক ছুরি দিয়ে আঘাত করলে হাসপাতালে ওই নারী পোশাক কর্মীর মৃত্যু হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক