হোম > অপরাধ > ঢাকা

ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, যাত্রীর মারধরে বাসচালকের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় এক যাত্রী ও তাঁর লোকদের মারধরের শিকার হয়ে এক বাসচালক মারা গেছেন। চালকের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানার পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে উদ্ধার করে বাসচালককে নারী ও শিশু হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, নিহত বাসচালকের নাম মো. আরিফ (২৬)। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বেশগ্রিপাড়ার মো. মোস্তফার ছেলে। আরিফ গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ভাড়া থাকতেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, কোনাবাড়ী থেকে কিরণমালা পরিবহনের একটি বাস মিরপুরের উদ্দেশে ছেড়ে আসে। বাসের এক যাত্রী ভাড়া না দিয়েই ইটখোলা বাসস্ট্যান্ডে নেমে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে সেই যাত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন বাসচালক আরিফ। পরে সেই যাত্রীর ডাকে চায়ের দোকানে বসে থাকা লোকজন এগিয়ে এসে বাসচালককে মারধর শুরু করেন। এর পরই অচেতন হয়ে পড়েন আরিফ। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

বাসচালকের সহকারী মো. খোকন বলেন, ‘ওই যাত্রী কোনাবাড়ী থেকে বাসে ওঠেন। এর পর থেকে ভাড়া চাইলেই তিনি পরে দেবেন, পরে দেবেন বলতে থাকেন। পরে ইটখোলা বাসস্ট্যান্ডে চলে এলেও তিনি ভাড়া দেননি। আমি ড্রাইভারকে বলি যে বাস থামান, একজন নামবে। পরে সেই যাত্রী নামে, কিন্তু তখনো ভাড়া দেয়নি। ওই যাত্রী নেমে রাস্তা থেকে ইট নেয় বাসে ঢিল ছোড়ার উদ্দেশ্যে। ততক্ষণে বাসচালক সিট থেকে নেমে এসে সেই যাত্রীর হাত ধরে বলেন, ভাই, ভাড়াটা দিয়ে যান। তখন সেই যাত্রী বাসচালককে মারধর শুরু করে। পরে বাসস্ট্যান্ডের পাশের চায়ের দোকান থেকে ওই যাত্রীর ডাকে আরও লোকজন এসে চালককে মারধর শুরু করেন। ড্রাইভার তখন দৌড়ে বাসে গিয়ে শুয়ে পড়েন। এর পরে প্রস্রাব করে দিয়ে অচেতন হয়ে যান। পরে আমরা তাঁকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’ 

খোকন আরও বলেন, ‘আমাকেও ঘুষি মেরেছে তারা। পরে আমি প্রতিবন্ধী বুঝতে পেরে আমাকে আর মারেনি। আমাদের গাড়ির কোম্পানির লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে। শুনেছি তার পরিবারের লোকজনও আসছে। আমি আজকেই প্রথম এই ড্রাইভারের সঙ্গে ট্রিপে এসেছিলাম।’

আশুলিয়া থানার এসআই আল মামুন কবির বলেন, ‘আমরা খবর পেয়ে নারী ও শিশু কেন্দ্র হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছি। ঘটনাস্থলে গিয়েও প্রাথমিক তদন্ত করেছি। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে আমরা কাজ শুরু করেছি।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা