হোম > অপরাধ > ঢাকা

হত্যার পর আত্মহত্যা প্রচারে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ, স্ত্রীসহ আটক ৩ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নূর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করতে লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীসহ দুই শ্যালককে আটক করা হয়েছে। 

আজ রোববার দুপুরে ফতুল্লার মধ্য নরসিংহপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নূর ইসলাম শরিয়তপুর জেলার ডামুইডা এলাকার আব্দুল জলিল বেপারীর ছেলে। তিনি ইলেকট্রিক মিস্ত্রি। স্ত্রী ও সন্তানকে ফতুল্লার নরসিংহপুরে শ্বশুরবাড়ি থাকবেন। 

পুলিশ জানায়, নূর ইসলামের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মূলত তাঁকে হত্যার জন্য ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে একে আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝোলানো হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্ত্রী আসমা এবং দুই শ্যালক শাহজালাল ও মোজাফফরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দা ও গলায় প্যাঁচানো দড়ি। 

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, ‘ধারণা করছি পারিবারিক কলহের জেরে নূর ইসলামকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সময় নিহতের সন্তানেরা বিদ্যালয়ে ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্ত্রী ও দুই শ্যালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা