হোম > অপরাধ > ঢাকা

হত্যার পর আত্মহত্যা প্রচারে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ, স্ত্রীসহ আটক ৩ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নূর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করতে লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীসহ দুই শ্যালককে আটক করা হয়েছে। 

আজ রোববার দুপুরে ফতুল্লার মধ্য নরসিংহপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নূর ইসলাম শরিয়তপুর জেলার ডামুইডা এলাকার আব্দুল জলিল বেপারীর ছেলে। তিনি ইলেকট্রিক মিস্ত্রি। স্ত্রী ও সন্তানকে ফতুল্লার নরসিংহপুরে শ্বশুরবাড়ি থাকবেন। 

পুলিশ জানায়, নূর ইসলামের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মূলত তাঁকে হত্যার জন্য ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে একে আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝোলানো হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্ত্রী আসমা এবং দুই শ্যালক শাহজালাল ও মোজাফফরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দা ও গলায় প্যাঁচানো দড়ি। 

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, ‘ধারণা করছি পারিবারিক কলহের জেরে নূর ইসলামকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সময় নিহতের সন্তানেরা বিদ্যালয়ে ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্ত্রী ও দুই শ্যালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির