মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় খুলনার ছয় আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
গত মঙ্গলবার (২৬ জুলাই) রায়ের জন্য এই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
আসামিরা হলেন আমজাদ হোসেন হাওলাদার, সহর আলী সরদার, আতিয়ার রহমান, মোতাছিম বিল্লাহ, মো. নজরুল ইসলাম ও কামাল উদ্দিন গোলদার। এর মধ্যে নজরুল ইসলাম পলাতক।
আসামিদের বিরুদ্ধে যুদ্ধকালীন আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যার মতো চারটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি।