হোম > অপরাধ > ঢাকা

৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে তরুণ কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে ঈমান (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ওই তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাতে ঢাকার কদমতলী থানার ঢাকা ম্যাচ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ঈমান একই এলাকার নতুন কলোনির খোকন মিয়ার ছেলে।

গত রোববার ভুক্তভোগী শিশুর নানা বাদী হয়ে ফতুল্লা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলার পলাতক অভিযুক্তকে র‍্যাব-৩ এর সহায়তায় ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলায় উল্লেখ করা হয়, শিশুটি তার নানা-নানির সঙ্গে পাগলায় ভাড়া বাসায় থাকে। ঈমান প্রায় তার বোনের বাসায় বেড়াতে যেত। গত ১০ আগস্ট দুপুরে অনেকক্ষণ শিশুটির খোঁজ মিলছিল না। ঈমান তাঁর বোনের ঘর থেকে শিশুটিকে বের করে দিয়ে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বেরিয়ে শিশুটি কাঁদতে থাকে। পরে বিষয়টি নানাকে জানায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, শিশু ধর্ষণের অভিযোগে ঈমানকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে র‍্যাব-৩ এর ঢাকা ম্যাচ ফ্যাক্টরির ঈগলু গলি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। আজ তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট