হোম > অপরাধ > ঢাকা

চাঁদাবাজি, মাদক সবই স্বেচ্ছাসেবক লীগ নেতার দখলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাধারণ মানুষের সম্পত্তি দখল, মন্দির ও গণপূর্তের জমি দখল, চাঁদাবাজি, মাদকের ব্যবসা, জুয়ার কারবার—সবই করতেন রাজধানীর শেরেবাংলা নগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এই মাসফিকুর রহমান ওরফে উজ্জ্বল। এসব অপকর্ম নিয়ন্ত্রণে ব্যবহার করতেন নিজস্ব ক্যাডার বাহিনী। তাঁর অত্যাচারে আগারগাঁও–তালতলার বাসিন্দারা অতিষ্ঠ ও ভীতসন্ত্রস্ত ছিলেন। উজ্জ্বলকে গত সোমবার রাতে বিদেশি অস্ত্র ও এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারের পর র‍্যাব বলছে, মাসফিকুর রহমান উজ্জ্বল অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অন্তত ৭টি মামলা রয়েছে। রাজধানীর আগারগাঁও এলাকা থেকে গ্রেপ্তারের সময় তাঁর কাছে থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন।

র‍্যাবের কর্মকর্তা মেজর কামরুল ইসলাম বলেন, ‘তালতলা বাসস্ট্যান্ড এলাকায় শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের একটি কার্যালয় রয়েছে। সেখানে বসেই সবকিছু নিয়ন্ত্রণ করতেন এই উজ্জ্বল।’

র‍্যাব ৪–এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, তাঁর নামে অনেক অভিযোগ। এলাকায় নতুন কোনো ভবনের কাজ শুরু হলে উজ্জ্বলকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হতো। না হলে তিনি তাঁর ক্যাডার বাহিনী দিয়ে ওই কাজ বন্ধ করে দিতেন। সরকারি খাস জমি ও অন্যের মালিকানাধীন জমি জোর করে দখল করে অস্থায়ী স্থাপনা তৈরি করে ভাড়া দিতেন।

উজ্জ্বলের সহযোগীরা তাঁর প্রত্যক্ষ মদদে আগারগাঁও এলাকার ফুটপাতের প্রতিটি দোকান থেকে দৈনিক চাঁদা তুলতেন, মাদকের ব্যবসা করতেন। পথচারীরা এই পথ দিয়ে যাওয়ার সময় তাঁদের কবলে পড়ে ছিনতাইয়ের শিকার হতেন।

র‍্যাব বলছে, হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা অভিযোগ করেছেন, তালতলার সর্বজনীন পূজা মন্দিরে গণপূর্তের প্রায় ৯ কাঠা জায়গা রয়েছে। এর দুই কাঠা জায়গা দখল করে গুদামঘর বানিয়েছেন উজ্জ্বল। ঘরটি ডেকোরেটরের কাছে ভাড়াও দিয়েছেন। যার ফলে মন্দিরের পরিবেশ বিশৃঙ্খল হয়ে উঠেছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, শত সমস্যা থাকলেও অস্ত্রধারী এই সন্ত্রাসীর বিরুদ্ধে কেউ কথা বলতেন না। কেউ তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ করলে অস্ত্র ধরে ভয় দেখাতেন ও মারধর করতেন।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে