হোম > অপরাধ > ঢাকা

বন্ধুকে খুন করে ভ্যান বিক্রির টাকা এক রাতেই উড়িয়ে দেন তাঁরা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে পারভেজ (২৪) নামে এক ভ্যানচালককে হত্যা করে ১০ হাজার ১০০ টাকায় ভ্যানটি বিক্রি করে দেন তাঁরই দুই বন্ধু হৃদয় ও আজিজুল। এক রাতেই মাদক সেবন ও জুয়া খেলে শেষ করেন সেই টাকা। 

এর আগে বন্ধুর মরদেহ আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী একটি ধানখেতে ফেলে দিয়ে আসেন তাঁরা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের পর এমনই লোমহর্ষক তথ্য জেনেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর সকালে শিবচরের বন্দরখোলা ইউনিয়নের রহমতউল্লাহ হাওলাদারকান্দি গ্রামে শ্বশুরবাড়ি থেকে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বের হন পারভেজ ফকির (২৪)। তিনি একই উপজেলার চরজানাজাত ইউনিয়নের ফকির রনাই মুন্সিকান্দি গ্রামের মো. বাবুল ফকিরের ছেলে । 

রাতে পারভেজ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের গজারিয়া এলাকার আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী একটি ধানখেত থেকে পারভেজের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানার পুলিশ। 

প্রথমে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি শিবচরের পারভেজের বলে শনাক্ত করে তাঁর পরিবার। এরপর ঘটনা উদ্‌ঘাটনে তদন্তে নামে পুলিশ। টানা ১৪ দিনের তদন্তে তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ বিভিন্নভাবে পুলিশ নিশ্চিত হয়, এই হত্যাকাণ্ডে নিহতের বন্ধুরাই জড়িত!

গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভাঙ্গা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে শিবচরের সন্ন্যাসীরচর থেকে গ্রেপ্তার করা হয় হৃদয় মাতবর ও আজিজুল মুন্সী নামের দুই যুবককে। গ্রেপ্তারকৃত দুজনই পারভেজ ফকিরের বন্ধু। তাঁদের গ্রেপ্তারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের রহস্য।

হৃদয় ও আজিজুল মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। মূলত মাদক সেবনের টাকার জন্যই পারভেজকে হত্যা করেন তাঁরা।

পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর গান শোনার কথা বলে তাঁরা পারভেজকে ভাঙ্গায় নিয়ে যান। সেখানে নিয়ে কোমল পানীয়ের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে খাওয়ানো হয়। পরে পারভেজকে ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের গজারিয়া এলাকার আড়িয়াল খাঁ নদীতীরবর্তী ধানখেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন তাঁরা। পারভেজের ভ্যানটি স্থানীয় একটি বাজারে ১০ হাজার ১০০ টাকায় বিক্রি করা হয়। ওই রাতেই তাঁরা জুয়া খেলে ও মাদক সেবন করে সব টাকা শেষ করেন। পরদিন পুলিশ পারভেজের মরদেহ উদ্ধার করে। 

হৃদয় মাতবর শিবচরের সন্নাসীরচর ইউনিয়নের রাজারচর শরীফকান্দি গ্রামের সালাম মাতবরের ছেলে ও আজিজুল মুন্সী একই ইউনিয়নের রাজারচর গোবিন্দ মাদবরকান্দি গ্রামের নুরু মুন্সীর ছেলে।

ভাঙ্গা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, `ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করার পর আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করি। প্রথমেই খোয়া যাওয়া ভ্যানটি উদ্ধার করি। পরে হত্যাকারী দুজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দায় স্বীকার করেছেন। মূলত নেশার টাকার জন্য ভ্যান ছিনতাই করতে তাঁরা পারভেজকে হত্যা করেন। ভ্যান বিক্রির টাকা এক রাতেই নেশা করে ও জুয়া খেলে উড়িয়ে দিয়েছেন তাঁরা।'

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার