হোম > অপরাধ > ঢাকা

দিনাজপুর থেকে অপহৃত কিশোরী ফতুল্লায় উদ্ধার, গ্রেপ্তার ১ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহরণের শিকার হওয়া এক কিশোরীকে (১৬) উদ্ধার করেছে র‍্যাব-১১। এ ঘটনায় হানিফুর রহমান ওরফে আরিফুল (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে ফতুল্লার কুতুবপুর থেকে কিশোরীটিকে উদ্ধার করা হয়। গত ২১ জুলাই দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা থেকে অপহৃত হয় সে। 

সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাব। গ্রেপ্তার আরিফুল উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা। 

র‍্যাবের এএসপি রিজওয়ান সাঈদ জিকু বলেন, ‘গত ১৪ জুলাই আরিফুল ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি কিশোরী তার নানিকে জানায়। এ নিয়ে কিশোরীর নানি আরিফুলকে বকা দিলে তিনি ক্ষিপ্ত হন। গত ২১ জুলাই কিশোরীকে তার বাড়ির পাশের রাস্তা থেকে সহযোগীদের নিয়ে অপহরণ করেন আরিফুল। এই ঘটনায় ফুলবাড়ি থানায় অপহরণ মামলা দায়ের করে ভুক্তভোগী কিশোরীর পরিবার। 

তিনি আরও জানান, উদ্ধার হওয়া কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর এবং আসামিকে ফুলবাড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট