হোম > অপরাধ > ঢাকা

দিনাজপুর থেকে অপহৃত কিশোরী ফতুল্লায় উদ্ধার, গ্রেপ্তার ১ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহরণের শিকার হওয়া এক কিশোরীকে (১৬) উদ্ধার করেছে র‍্যাব-১১। এ ঘটনায় হানিফুর রহমান ওরফে আরিফুল (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে ফতুল্লার কুতুবপুর থেকে কিশোরীটিকে উদ্ধার করা হয়। গত ২১ জুলাই দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা থেকে অপহৃত হয় সে। 

সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাব। গ্রেপ্তার আরিফুল উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা। 

র‍্যাবের এএসপি রিজওয়ান সাঈদ জিকু বলেন, ‘গত ১৪ জুলাই আরিফুল ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি কিশোরী তার নানিকে জানায়। এ নিয়ে কিশোরীর নানি আরিফুলকে বকা দিলে তিনি ক্ষিপ্ত হন। গত ২১ জুলাই কিশোরীকে তার বাড়ির পাশের রাস্তা থেকে সহযোগীদের নিয়ে অপহরণ করেন আরিফুল। এই ঘটনায় ফুলবাড়ি থানায় অপহরণ মামলা দায়ের করে ভুক্তভোগী কিশোরীর পরিবার। 

তিনি আরও জানান, উদ্ধার হওয়া কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর এবং আসামিকে ফুলবাড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট