হোম > অপরাধ > ঢাকা

মাসহ ৫ জনকে ঝলসে দিয়ে নিজের গায়েও অ্যাসিড ঢাললো ছেলে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর লালবাগের একটি বাসায় মানসিক ভারসাম্যহীন ছেলে মাকেসহ পরিবারের পাঁচ সদস্যকে অ্যাসিডে ঝলসে দিয়েছেন। ছেলে আলী হোসেন (৪০) নিজের শরীরেও অ্যাসিড ঢেলে দিয়েছেন। আজ মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে লালবাগের কাশ্মিরীটোলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন আলী হোসেন, তাঁর মা মোমেনা বেগম (৭০), বোন জামিলা আক্তার (৩০), দুই ভাই আনোয়ার হোসেন (৫২) ও ইকাবাল হোসেন (৪৫) এবং ভাগিনা সালেহীন (২০)। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ দর্জি চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলী হোসেনের (৪০) মানসিক সমস্যা রয়েছে। মাদকও সেবন করেন তিনি। তিনি একটি ব্যাটারি কারখানায় কাজ করেন। ভোরে পরিবারের সঙ্গে ঝগড়া লাগলে একপর্যায়ে আলী হোসেন ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিডের পানি মাসহ পরিবারের পাঁচজনের দিকে ছুড়ে মারেন। পরে নিজের শরীরেও অ্যাসিড ঢেলে দেন তিনি।

কারো অবস্থায়ই গুরুতর নয় জানিয়ে এসআই অমিতাভ দর্জি বলেন, দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের সবাই এখন চিকিৎসা নিয়ে ব্যস্ত। তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আলী হোসেনকে আমাদের হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন