হোম > অপরাধ > ঢাকা

মাসহ ৫ জনকে ঝলসে দিয়ে নিজের গায়েও অ্যাসিড ঢাললো ছেলে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর লালবাগের একটি বাসায় মানসিক ভারসাম্যহীন ছেলে মাকেসহ পরিবারের পাঁচ সদস্যকে অ্যাসিডে ঝলসে দিয়েছেন। ছেলে আলী হোসেন (৪০) নিজের শরীরেও অ্যাসিড ঢেলে দিয়েছেন। আজ মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে লালবাগের কাশ্মিরীটোলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন আলী হোসেন, তাঁর মা মোমেনা বেগম (৭০), বোন জামিলা আক্তার (৩০), দুই ভাই আনোয়ার হোসেন (৫২) ও ইকাবাল হোসেন (৪৫) এবং ভাগিনা সালেহীন (২০)। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ দর্জি চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলী হোসেনের (৪০) মানসিক সমস্যা রয়েছে। মাদকও সেবন করেন তিনি। তিনি একটি ব্যাটারি কারখানায় কাজ করেন। ভোরে পরিবারের সঙ্গে ঝগড়া লাগলে একপর্যায়ে আলী হোসেন ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিডের পানি মাসহ পরিবারের পাঁচজনের দিকে ছুড়ে মারেন। পরে নিজের শরীরেও অ্যাসিড ঢেলে দেন তিনি।

কারো অবস্থায়ই গুরুতর নয় জানিয়ে এসআই অমিতাভ দর্জি বলেন, দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের সবাই এখন চিকিৎসা নিয়ে ব্যস্ত। তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আলী হোসেনকে আমাদের হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট