হোম > অপরাধ > ঢাকা

বাড়ির সীমানা নিয়ে বিরোধের ছোট ভাইকে হত্যার অভিযোগ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে বাড়ির সীমানা নিয়ে বিরোধে ছোট ভাই কোহেল উদ্দিনকে (৬০) হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। আজ সোমবার ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কোহেল উদ্দিন। 

এর আগে গতকাল রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের মধুরচর গ্রামের নিজ বাড়িতে হামলার শিকার হন কোহেল উদ্দিনসহ তাঁর পরিবারের সদস্যরা। নিহতের ছেলে শাহিনুর রহমান সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। 

নিহতের স্বজন ও পুলিশ জানায়, মধুরচর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের ছেলে মো. ইসলাম ও কোহেল উদ্দিনের সঙ্গে বাড়ির সীমানা এবং জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার সালিসে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু দ্বন্দ্বের সমাধান হয়নি। গতকাল বেলা আড়াইটার দিকে ইসলাম ও কোহেল উদ্দিন সীমানা নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ইসলাম ও তাঁর ছেলে হৃদয়, স্ত্রী কুলসুম বেগম, মেয়ে রোজিনা লাঠিসোঁটা নিয়ে কোহেল উদ্দিন ও তাঁর ছেলে হৃদয়ের ওপর হামলা চালান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আজ সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোহেল উদ্দিন মারা যান। 

জামির্ত্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন, ‘তাঁদের জমি ও বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আমরা একবার এলাকার লোকজনসহ বসে বিষয়টি সমাধান করেছিলাম। তবে আমরা যে সমাধান দিয়েছিলাম তা মানেনি বড় ভাই ইসলাম। এ নিয়ে প্রায়ই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগত। গতকাল দুপুর তাদের মধ্যে মারামারি হয়।’ 

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ